//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
আজ ১ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় মাগুরা মহম্মদপুর উপজেলাধীন বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্য জিনিয়াস ক্লাব কৃতক গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের পরিচালক কৃষিবিদ ড. মোঃ আলী আফজাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.আশরাফুল আলম,মোঃ বেলাল হোসাইন,মোঃ শফিকুল ইসলাম,মোঃ মফিজুর রহমান,জনাব শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানটি বাস্তবায়িত করেছেন সরকারি বীর মুক্তিযোদ্ধা আহাদুজ্জামান কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন।অনুষ্ঠানটি সম্পাদনা করেন দ্য জিনিয়াস ক্লাব এর সভাপতি মোঃ মিশর মিয়া ও সাধারণ সম্পাদক শামীমা ইয়াসমিন শান্তা।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কৃতি শিক্ষার্থী মোঃ তাওফিক কালাম অভি,দূর্জয় সাহা।এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দ,বিশেষ অতিথি বৃন্দ ও সম্মানিত প্রধান অতিথি কৃষিবিদ ড. আলী আফজাল মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে দ্য জিনিয়াস ক্লাব এর মাধ্যমে সবসময় এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাথে কাজ করবেন ও সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এসময় তিনি তরুণ প্রজন্মের সকলকে মোবাইল ফোনে আসক্ত না হয়ে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে দেশের সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনুরোধ করেন।এসময় কৃষিবিদ গ্রুপের ডাইরেক্টর মোঃ গাজী শাহিদ সংক্ষিপ্ত ভাবে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রদান করেন।
আজকের অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন গুনী কৃষকের মাঝে দ্য এশিয়ান এন্ড প্যাসিফিক সীড এসোসিয়েশনের পক্ষ থেকে বীজ ও জৈবসার প্রদান করা হয়েছে।
