//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ডুমুরিয়া, ফুলতলা ও পাইকগাছা এলাকার সহস্রধিক অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
৬ নভেম্বর রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন এসডিএফ চেয়ারপার্সন, বোর্ড অব ডিরেক্টর ও সিনিয়র সচিব(অব.) মো. আবদুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্যদেন এসডিএফ’র যশোর অঞ্চল পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ,আঞ্চলিক ব্যবস্হাপক মো.জাকির হোসেন ও মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর কাজল চন্দ্র দে, জেলা কর্মকর্তা ঝর্ণা রাণী বিশ্বাস,সজল মন্ডল ও মোঃসালাউদ্দীন,উপজেলা ক্লাস্টার অফিসার মোঃ বাহারুল ইসলাম প্রমূখ। সভায় জানানো হয়, কোভিড-১৯ মহামারী ও অন্যান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরইএলআই প্রকল্প গ্রামের সহায় সম্বলহীন এবং যাদের জীবন যাত্রার মান নিম্নগামী হয়েছে প্রকল্পভুক্ত এমন অতিদরিদ্র সদস্যদের মধ্যে খানা প্রতি ৯ হাজার টাকা হারে আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে।
এসডিএফ প্রকল্পের আওতায় জেলার ২৪০টি গ্রামের প্রায় ৩৮ হাজার দরিদ্র্য ও অতিদরিদ্র পরিবারে এনজেএলআই প্রকল্পের আওতায় প্রায় ১১৯ কোটি টাকা অনুদানে দারিদ্রতা প্রশমন ও জীবন মানের উন্নয়নের জন্য কার্যক্রম বাস্তবায়ন করেছে।এরই মধ্যে ২৮ হাজার ৯২৭ জন উপকার ভোগীর মাঝে মোট ১৪ কোটি ৯১ লাখ ১৩ হাজার বিতরণ করা হয়েছে
