ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ‍্যেগে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ‍্যেগে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ডুমুরিয়া, ফুলতলা ও পাইকগাছা এলাকার সহস্রধিক অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর  রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন এসডিএফ চেয়ারপার্সন, বোর্ড অব ডিরেক্টর ও সিনিয়র সচিব(অব.) মো. আবদুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্যদেন এসডিএফ’র যশোর অঞ্চল পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ,আঞ্চলিক ব্যবস্হাপক মো.জাকির হোসেন ও মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর কাজল চন্দ্র দে, জেলা কর্মকর্তা ঝর্ণা রাণী বিশ্বাস,সজল মন্ডল ও মোঃসালাউদ্দীন,উপজেলা ক্লাস্টার অফিসার মোঃ বাহারুল ইসলাম প্রমূখ। সভায় জানানো হয়, কোভিড-১৯ মহামারী ও অন্যান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরইএলআই প্রকল্প গ্রামের সহায় সম্বলহীন এবং যাদের জীবন যাত্রার মান নিম্নগামী হয়েছে প্রকল্পভুক্ত এমন অতিদরিদ্র সদস্যদের মধ্যে খানা প্রতি ৯ হাজার টাকা হারে আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে।

এসডিএফ প্রকল্পের আওতায় জেলার ২৪০টি গ্রামের প্রায় ৩৮ হাজার দরিদ্র্য ও অতিদরিদ্র পরিবারে এনজেএলআই প্রকল্পের আওতায় প্রায় ১১৯ কোটি টাকা অনুদানে দারিদ্রতা প্রশমন ও জীবন মানের উন্নয়নের জন্য কার্যক্রম বাস্তবায়ন করেছে।এরই মধ্যে ২৮ হাজার ৯২৭ জন উপকার ভোগীর মাঝে মোট ১৪ কোটি ৯১ লাখ ১৩ হাজার বিতরণ করা হয়েছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *