//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল কচুয়া হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের সম্মেলন কক্ষে এ ক্যাম্পের উদ্বোধন করেন বাগেরহাটে জেলা বিএমএ এর সাধারন সম্পাদক ডাঃ মোশাররফ হোসেন। এতে উপস্থিত ছিলেন, হাজেরা খাতুন হেলথ কেয়ারের চেয়ারম্যান (সাবেক উপসচিব) স্বপন কুমার মন্ডল, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ আ,স,ম মাহবুবুর রহমান,বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক)ডাঃএসএম শাহনেওয়াজ।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান, কচুয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ, হাজেরা খাতুন হেলথ কেয়ারের এডমিন সিকদার মইনুল ইসলাম,এমডি মোঃ রাকিবুল হাসান,পরিচালক মোঃ রাহাতুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
