//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//
বাগেরহাটের মোংলায় সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাপলা চত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য ও দাবিসমূহ:
বিক্ষোভ সমাবেশে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস।
বক্তারা বলেন, “যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে, তবে সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে কোরআনকে অবমাননা করে, সে নাস্তিক ও মুরতাদ।”
তারা দাবি করেন, গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী পবিত্র আল-কোরআনের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। বক্তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বলেন, “কোনো মুসলমান কোরআনের অবমাননা মেনে নিতে পারে না।”
২৪ ঘণ্টার আল্টিমেটাম:
বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোঃ জুলফিকার আলীকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, “যদি তাকে গ্রেপ্তার করা না হয়, তাহলে সাধারণ মুসলিম ও তাওহিদী জনতা ঘরে বসে থাকবে না।”
এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
Like this:
Like Loading...