খুলনার সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে কেসিসির সাবেক কাউন্সিলর খালেদ গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) রাতে খালিশপুর থানা এলাকা হতে নাইমুল ইসলাম  খালেদকে গ্রেফতার করেছে। সে খালিশপুর এলাকার বাসিন্দা

মৃত হারুন অর রশিদ এর ছেলে এবং কেসিসি’রৃ ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মহানগর ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১১, তারিখ- ৩০ আগস্ট,মামলার আসামি।  ২০২৪; জি আর নং-২৬১, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; ধারা-  সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোট ০৪ (চার) টি মামলা রয়েছে।  গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারের বিষয়ে নগর ডিবির ওসি তৈমুর ইসলাম নিশ্চিত করে বলেন, তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা নববর্ষের প্রথম প্রহরে নতুন প্রাণের আগমন, খুশির জোয়ারে ভাসছে পরিবার

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাংলা নববর্ষের প্রথম প্রহরে, যখন দেশজুড়ে চলছে আনন্দ-উৎসব আর আনন্দ শোভাযাত্রার রঙে রাঙা সকাল, ঠিক তখনই বাগেরহাটের কচুয়ায় এক মায়ের কোল ভরল ফুটফুটে পুত্রসন্তানে। নতুন বছরের সূর্য উঠতেই নতুন প্রাণের আগমনে খুশির জোয়ার বইল গোটা পরিবারে।

কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের দোবারিয়া এলাকার ফারহানা আক্তার বিথী ও মেহেদী সরদার দম্পতির দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটে নববর্ষের দিন সকালে। ১৪ এপ্রিল সকাল ৭টা ১০ মিনিটে বাগেরহাট শহরের ‘সূর্যের হাসি ক্লিনিকে’ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের প্রথম সন্তান—একটি পুত্র।

১৩ এপ্রিল রাত ১১টার দিকে ফারহানাকে ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. রিফফাত আরা শীলা জানান, ‘নববর্ষের এ বিশেষ মুহূর্তে নতুন প্রাণের আগমনে আমরাও আনন্দিত। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।’

শিশুর খালামণি ফারজানা আক্তার সাথী আবেগময় কণ্ঠে বলেন, ‘আমাদের দুই বোনের সংসারে কোনো ভাই ছিল না। বাবা সব সময় দোয়া করতেন—আমাদের ঘরে যেন ছেলে সন্তান আসে। আজ সেই প্রার্থনা কবুল হয়েছে। আমার প্রথম সন্তানও ছেলে, আজ বোনেরও ছেলে সন্তান এলো।’

শিশুটির নানি হালিমা বেগম বলেন, ‘বাংলা নববর্ষে আমার মেয়ের ঘরে ছেলে সন্তান এসেছে—এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মা ফারহানা আক্তার বিথী বলেন, ‘আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। নববর্ষে এমন উপহার পেয়ে আমি কৃতজ্ঞ।’

এদিকে, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম সমদ্দার জানান, নববর্ষের প্রথম প্রহরে (৫টা ৪৫ থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত) জেলা হাসপাতালে কোনো শিশুর জন্ম হয়নি।

বাগেরহাটের মংলায় বিএনপির সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

মোংলায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোংলা উপজেলা, পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া বর্ণাঢ্য ও আনন্দঘন এ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির আহবায়ক স ম ফরিদ, সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকর আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।

উল্লেখ্য, পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।

বাগেরহাটের ফকিরহাটে গাড়ির ধাক্কায় এক মটরসাইকেল চালক নিহত

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের ফকিরহাটে গাড়ির ধাক্কায় এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।

আজ রোববার (১৩ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: আতিয়ার রহমান (৫০) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মরহুম ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছলে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তবে গাড়ি দু’টি শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।

তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোংলায় নদী থেকে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

মোংলা ঘষিয়া খালি পিকনিক কর্ণার সংলগ্ন নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের নাম বা পরিচয় জানা যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে কি ঘটনা। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাগেরহাটের মংলায় পবিত্র কুরআন কে অবমাননা করায় সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোংলায় সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাপলা চত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য ও দাবিসমূহ:

বিক্ষোভ সমাবেশে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস।

বক্তারা বলেন, “যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে, তবে সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে কোরআনকে অবমাননা করে, সে নাস্তিক ও মুরতাদ।”

তারা দাবি করেন, গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী পবিত্র আল-কোরআনের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। বক্তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বলেন, “কোনো মুসলমান কোরআনের অবমাননা মেনে নিতে পারে না।”

২৪ ঘণ্টার আল্টিমেটাম:

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোঃ জুলফিকার আলীকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, “যদি তাকে গ্রেপ্তার করা না হয়, তাহলে সাধারণ মুসলিম ও তাওহিদী জনতা ঘরে বসে থাকবে না।”

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

বাগেরহাটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো ছনের গুদাম

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের ভাঙর এলাকায় র্দূবৃত্তদের দেয়া আগুনে ৭টি ছনের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ছনের গাদাগুলো স্থানীয় ব্যবসায়ীদের মজুদকৃত ছিল। এ ঘটনায় ছন ব্যবসায়ী ওসমান আলী, মধু হাওলাদারসহ ৭ জন ব্যবসায়ীর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ ঘটনায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ছন ব্যবসায়ী ওসমান আলী বলেন, এত পরিশ্রম করে জমানো ছন এক রাতেই পুড়ে গেল। আমরা এখন কী করে জীবন চালাব, বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাত র্দূবৃত্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় দোকানদার আজম বেগ গভীর রাতে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এসময় তারা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছনের গাদাগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ী ওসমান আলী জানান, সুন্দরবন থেকে ছন সংগ্রহ করে নৌকা যোগে এনে কয়েকজন মিলে ব্যবসা পরিচালনা করছিলাম। স্থানীয় কয়েক ব্যক্তি ব্যবসা না করার জন্য হুমকি-ধামকি দিয়েছে। ধারণা করা হচ্ছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এই ছনের গুদামে রাতের আঁধারে আগুন লাগিয়েছে। আমরা সর্বস্বান্ত হয়ে গিয়েছি। প্রশাসনের নিকট আবেদন দুর্বৃত্ত কারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সুন্দরবন বাঁচাতে হবে, সুন্দরবনকে ভালোবাসুন‌ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট প্রেসক্লাবের র‍্যালিও আলোচনা সভা

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

সুন্দরবনকে বাঁচাতে হবে, সুন্দরবনকে ভালোবাসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট প্রেসক্লাব  র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস-২০২৫ পালন করেছে।

বাগেরহাট প্রেসক্লাব ও রুপান্তরের আয়োজনে এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) সকালে  প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নূরুল করিম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, রুপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী, শিল্পী আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।’

অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাবেক সাধারন সম্পাদক এম আলীআকবার টুটুল, টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ইয়ামিন আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা স্কাউটের সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা। আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শওকত আলী বাবু। আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

ডেভিল হান্ট’র অভিযানে মোংলায় ৩ জনকে আটক

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে মোংলায় ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা এবং বাংলাদেশ নৌবাহিনী এর সমন্বয়ে মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে হাশেম ফকির (৪৮), মোঃ সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।