বরগুনার বেতাগী হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা খসে এক রোগী আহত হয়েছেন। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য রোগীরা। আহত রোগীর নাম আব্দুস ছালাম (৬০)। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৩ এপ্রিল) রাত ১০ টার সময় হাসপাতালের দোতালার পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় হাসপতালের পুরোনো ভবনটি কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করেন।

বরগুনার বেতাগী হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত

এ সময় হাসপাতালে দায়িত্বে থাকা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ সরকার বলেন, একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। ভাগ্য ভালো কেউই ছাদ থেকে পলেস্তরা খসে পড়া বরাবর অবস্থানে ছিলেন না। তাও কিছুটা পলেস্তরা পড়েছে একজনের ওপরে। এতে মারাত্মক কিছু ঘটেনি। তাকে হাসপাতালের অন্য কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের এই ভবনটি অনেক পুরোনো। এটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল। আশাকরি কিছুদিনেই ভিতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহবান করা হবে।

সূর্যমুখীর হাসিতে হাসছে আমতলীর কৃষক

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

ভেষজ উদ্ভিদ একবর্ষী সূর্যমুখী ফুলের বাম্পার ফলনে মহা খুশি আমতলীর কৃষকরা।তেলের চাহিদা মেটাতে সুর্য্যমুখীর চাষ করছেন কৃষকরা।সুর্য্যমুখী চাষ করে চাষীরা নিজেদের তেলের চাহিদা মিটিয়ে লাভবান হওয়ার অপার সম্ভাবনা দেখছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে,এ বছর আমতলী উপজেলায় সূর্যমূখীর লক্ষমাত্রা ধরা হয়েছিল ৫’শ ১০ হেক্টর। ওই লক্ষমাত্রা অর্জিত হয়েছে। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় খরা প্রবন ও লবনাক্ত এলাকায় টেকসই ফসল ব্যবস্থা উদ্ভাবনে আধুনিক জাতের তৈল বীজ উৎপাদনের উপর কৃষি, জলবায়ু ট্রাস্ট ও পরিবেশে মন্ত্রনালয় বৈপ্লবিক সফলতা পেতে একযোগে কাজ করেছে।

সুর্য্যমুখী হাইসান-৩৩ চাষে সেই সফলতা পেয়েছেন কৃষকরা। সুর্য্যমুখী ফুল দেখতে অনেকটা সুর্য্যের মতো এবং সূর্যের দিকে তাক করে থাকে বলে এর নামকরন করা হয়েছে সুর্য্যমূখী। এ উদ্ভিদের আয়ূকাল ৯০ থেকে ১০০ দিন।তুলনামূলক অল্প দিনের মধ্যে ফলন আসে। সূর্য্যমূখী ফুলে বীজ হয়। ওই বীজ থেকে পুষ্টিকর তৈল এবং ভুসি হাঁস মুরগী ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। নির্ভেজাল পুষ্টিগুণ সমৃদ্ধ এ তেল স্বাস্থ্যের জন্য উপকারী। সূর্য্যমুখী তেল ঘি’র বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এই তেল বনস্পতি তেল নামে পরিচিত। কৃষকরা পরিবারের তেলের চাহিদা মিটিয়ে তেল ও বীজ বিক্রি করছে। এক মণ বীজ যন্ত্রে মাড়াই করে ১৮ থেকে ২০ লিটার তৈল পাচ্ছেন কৃষকরা।

তেলের উৎস হিসেবে আমতলীতে সুর্য্যমূখীর ব্যপক চাষ হয়েছে। আমতলী উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে চোখ যত দুরে যাচ্ছে ততই ক্ষেতের পর ক্ষেত ফুলের সমাহারে ভরপুর। পৌষ মাসের মাঝামাঝি সময়ে সূর্য্যমূখী চাষ হয় এবং চৈত্র মাসের শেষের দিকে ফলন কাটা শুরু করে। বর্তমানে চাষিরা ফুল কাটতে প্রস্তুতি নিচ্ছেন। অনাবৃষ্টির কারনে এ বছর সূর্য্যমুখী চাষে কৃষকদের খরচ বেশী হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূর্য্যমূখী চাষে কৃষকদের উৎসাহী করতে সুর্য্যমুখী হাইসান-৩৩ বীজের ১’শ ২৫ টি প্রদর্শনী করেছে। ওই প্রদর্শনী করা কৃষকদের কৃষি অফিস নগদ এক হাজার টাকা ভতুর্কি, ভালো মানের বীজ ও সার সরবরাহ করেছে বলে জানান কৃষি অফিসার সিএম রেজাউল করিম।

উপজেলার হলদিয়া, চাওড়া, আঠারোগাছিয়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ব্যপক সূর্য্যমুখীর চাষ করেছে কৃষকরা।মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলার আমতলী সদর,আড়পাংগাশিয়া,হলদিয়া, চাওড়া,গুলিশাখালী ও আঠারোগাছিয়া ইউনিয়ন ঘুরে দেখাগেছে,স্বাভাবিকের চেয়ে একটু সমতল ও উচু জমিতে সূর্য্যমুখী ফুলের বাহারী সমাহার। কৃষকরা ফল কাটতে প্রস্তুতি নিয়েছেন।আড়পাংগাশিয়া ইউনিয়নের জুগিয়া গ্রামের কাওসার তালুকদার বলেন,২৫ হাজার টাকা ব্যয়ে এক’শ ৩৫ শতাংশ জমিতে সূর্যমূখী চাষ করেছি। বৃষ্টি কম হওয়ায় এ বছর খরচ বেশী হলেও এবছর  ফলন ভালো হয়েছে আশা করি ৬০ হাজার টাকা বিক্রি করতে পারবো। তিনি আরও বলেন, পরিবারের তেলের চাহিদা মেটাতে সুর্য্যমুখী চাষ করেছি।

চাওড়া ইউনিয়নের বেতমোর  গ্রামের কৃষক আবু বকর,রফেজ উদ্দিন,সোহরাব ও সিরাজ মিয়া বলেন,এ বছর সুর্যমুখীর ফলন বেশ ভালো। পরিবারের তেলের চাহিদা পুরন করে তেল বিক্রি করার আশা করছি।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন,পরিবর্তিত জলবায়ূ  মোকাবেলায় সুর্য্যমুখী চাষে কৃষকদের উৎসাহী করে ১’শ ২৫ টি প্রদর্শনী করা হয়েছে। ওই সকল প্রদর্শনীর কৃষকদের নগদ অর্থ, হাইসান-৩৩ বীজ ও সার বিতরন করা হয়। তিনি আরও বলেন,এ বছর বৃষ্টি না হওয়ায় পরেও ফলন ভালো হয়েছে। কৃষকরা পরিবারের তেলে চাহিদা পুরন করে বেশ লাভবান হবে।

English Dainikbiswa

বরগুনার তালতলীতে সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি

বরগুনার তালতলীতে সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে সাংবাদিক মাহমুদুল হাসানকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে তালতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার(১২ এপ্রিল) বেলা ১২ টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তালতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাহমুদুল হাসান তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক খোলা কাগজে কাজ করেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া এলাকার হাফেজ মল্লিক ও দুলাল খানের  সাথে সাংবাদিক মাহমুদুল হাসানের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। তারই ভাড়াটে লোক একাধিক মামলার আসামী ভূমিদস্যু শহিদুল ইসলাম (৪৫)  বিভিন্ন সময় সরাসরি ও মোবাইল ফোনে ভয়-ভীতি দেখিয়ে আসছেন ভুক্তভোগী সাংবাদিক কে।পরে গত কাল রাত ৯ টা ৪৮ মিনিটের দিকে শহিদুল ইসলাম ০১৭১৩৯৩২৪৫৮ নাম্বার থেকে হুমকি দেয় ।সেখানে বলা হয় তুই কোথায় আছো,তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে যেখানে পাইবো সেখানেই মারধর করবো ও হাতপা ভেঙ্গে পঙ্গু করে ফেলবো। আরও বলেন তুই তোর দখলী জমি থেকে চলে যাবি। ঔ জমি আমার দরকার, ওখানে থাকার চেষ্টা করলে তোকে খুন করা হবে এই বলে ফোনের লাইনটি কেটে দেওয়া হয়। বিষয়টি ভবিষ্যতের জন্য ও বিচার চেয়ে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক মাহমুদুল হাসান। যার জিডি নং ৪৫৮।

সাংবাদিক মাহমুদুল হাসান বলেন ভূমিদস্যু শহিদুল ইসলাম বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মুঠোফোনে আমাকে হুমকি দেয় এজন্য তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এবিষয়ে হাফেজ মল্লিক বলেন,শহিদুল ইসলামের বিষয়ে কিছু জানি না।সে যদিও আমার লোক কিন্তু কাউকে হুমকি দিতে আমি বলিনি। যদি কাউকে হুমকি দিয়ে থাকে তার দায়ভার আমি নিবো কেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এবিষয়ে মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন জমিজমা নিয়ে ঝামেলায় থাকতে পারে। সেটা আইনের আইনের মাধ্যমে সমাধান হবে। তাই বলে ভারাটে লোক দিয়ে সাংবাদিককে মৃত্যুর হুমকি দেওয়া টা মোটেই উচিত হয়নি। আমরা এই ভূমিদস্যু শহিদুল ইসলামের বিচার চাই।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন সাংবাদিক মাহমুদুল হাসান একটি জিডি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

English Dainikbiswa

সহস্রাধিক ইউক্রেনীয় সেনা মারিয়ুপোলে আত্মসমর্পণ করেছে- রাশিয়া

১৯ বছর পর আজ হুমায়ুন আজাদ হত্যার রায় হলো

বরগুনার আমতলীতে মুজিব বর্ষের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী পৌরসভায়

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ (৩য় পর্যায়) কাজের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক

জনাব হাবিবুর রহমান।

আজ বিকেল চার ঘটিকায়  আমতলী পৌরসভার এক নং ওয়ার্ডে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন (৩য় পর্যায়)  মুজিব বর্ষের ঘরের শুভ উদ্ভোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ  আবদুল্লাহ বিন রশিদ,আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

আমতলীতে হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে দেলোয়ার বয়াতি (৪০) নামে এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‍্যাব-৮।

সোমবার রাত সাড়ে ৮ টার সময়ে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মাদবর মটরস এর পূর্ব পাশের রাস্তা থেকে হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় দেলোয়ারকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার আমতলী উপজেলার কালিপুরা গ্রামের জালাল বয়াতির ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর সময়ে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে তল্লাশি করে তার থেকে ২৪ গ্রাম হেরোইন, পাঁচশত টাকা,মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা।ওই মাদক ব্যবসায়ী এলকায় বসবাস করে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ক্লিনিক সীল গালা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে একজন ডাক্তারকে জরিমানা ও লাইসেন্স না থাকায় একটি ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে আরও দুইটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ কাওসার হোসেন  অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,তালতলী উপজেলা সদরে বেসরকারী ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের লাইসেন্স এবং  সার্বক্ষণিক দায়িত্বরত ডাক্তার না থাকাসহ দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগে  হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একইসাথে ঐ হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউ পপুলার ডায়গণষ্টিক সেন্টারে মুল্য তালিকা ও সকল পরিক্ষা পত্রে কেবল ফার্মাসিষ্টের  এজার স্বাক্ষর থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তালতলী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় ৫ হাজার ও বিসমিল্লাহ ড্রাগ হাউসে বিভিন্ন কোম্পানির স্যাম্পল ঔষধ ও ড্রাগ রেজিস্ট্রেশন মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও মহসীন রেজা নামের এক ব্যক্তি মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত এমন একটি সাইবোর্ড টানিয়ে দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতরণা করে আসছে। এমন অভিযোগে ঐ মহসীন রেজার চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় তিনি সংশ্লিষ্ট কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। পরে ভূয়া কাগজপত্র দেখালে সেগুলো জব্দ করে তাকে ৩০ হাজার টাকা জরিমান করা হয় ও তার চেম্বরটি সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ কাওসার হোসেন বলেন, অনুমোদনহীন ও অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও বৈধতা না থাকায় ক্লিনিক গুলোর মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

English Dainikbiswa

হৃদয় মন্ডলের পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ

বরগুনার আমতলীতে বাস টার্মিনাল নাই। যাত্রীরা চরম ভোগান্তিতে

//সাইফুল্লাহ নাসির, বরগুনা  প্রতিনিধি//

বরগুনা জেলার আমতলী পৌরসভা অন্যতম বৃহত্তম প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নেই কোন বাস টার্মিনাল।এখানে বাস টার্মিনাল না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে সেখানে যত্র তত্র ভাবে বাস থামানোর কারণে যাত্রীদের প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমতলী থেকে প্রতিদিন রাজধানী,পায়রা বন্দর,চট্টগ্রাম বন্দর,মোংলা বন্দর,কুয়াকাটা, কক্সবাজার সহ সারাদেশে  টালভেস,সুপার সনি সহ শতাধিক বাস দিবা ও রাত্রীকালীন যাতায়াত করে থাকে। এছাড়া বরিশাল,বরগুনা ও পটুয়াখালীর উদেশ্যও দৈনিক  আরও শতাধিক বাস চলাচল করে।

আমতলী থেকে প্রতিদিন ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা,যোশর, বগুড়া, নওগা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা,বানিজ্যিক বন্দর,পর্যটন কেন্দ্র সহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে দৈনিক হাজার হাজার যাত্রী যাতায়াত করেন।

আমতলী চৌরাস্তাসহ পুরো বাজার এলাকার সড়করে দু’পাশে ইঞ্জিন চালিত সবুজ সিএনজি,নসিমন,করিমন,বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহন যত্র তত্র ভাবে দাড়িয়ে থাকার কারণে যানজোটের সৃষ্টি হয়। ফলে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা।

ঢাকা থেকে রাত্রীকালীন বাসে আসা যাত্রীরা আমতলীতে নামলেও বসার কোন প্রকার জায়গা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। অনেক যাত্রী ছিনতাই কারীদের খপ্পড়ে পড়ে মালামাল সহ টাকা লুট হয়ে যায়। এসব থেকে যাত্রীদের রক্ষা করতে ও যেখানে সেখানে যত্র তত্র ভাবে বাস দাঁড়িয়ে না রাখার জন্য আমতলীতপ একটি আধুনিক বাস টার্মিনাল জরুরী প্রয়োজন।

ঢাকা থেকে আসা পরিবহন যাত্রী স্বপন বলেন,সকাল পাঁচটার সময়ে আমতলীতে এসে পৌছলেও বেলা না ওঠায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানো দিতে পারি নাই। এখানে কোন বাস টার্মিনাল না থাকায় রাস্তার পাশেই দাড়িয়ে থাকতে হয়েছে।যাত্রীদের এ ধরনের দুর্ভোগ লাগবে আমতলীতে একটি বাস টার্মিনাল নির্মাণ করা দরকার।

আমতলী সেভেন ষ্টার ও সেভেন ডিলাক্স পরিবহনের কাউন্টার ম্যানেজার রিপন মিয়া বলেন,জন ভোগান্তি,যানজট ও দুর্ঘটনা কমাতে আমতলীতে অচিরেই বাস টার্মিনাল নির্মাণ করতে হবে।

আমতলীতে বাস টার্মিনাল না থাকায় জন ভোগান্তি প্রসঙ্গে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, আমতলী তে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ এর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমতলীতে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা) আসনের মাননীয় সাংসদ,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ঢাকা-আমতলী-কুয়াকাটা মহা সড়কটি বর্তমানে আন্তর্জাতিক মানের সড়কে উন্নিত করা হয়েছে তাই আমতলী পৌর শহরে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ অতীব জরুরি। বাস টার্মিনাল নির্মাণ এর জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিক বার ডিও লেটার দিয়েছি।সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমতলীতে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ এ ব্যাবস্হা গ্রহণ করা হবে।

English Dainikbiswa

বরিশালের সায়েম কে গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডেকেছে