যশোর র‌্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি বিল্লাল গ্রেফতার

যশোর র‌্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি বিল্লাল গ্রেফতার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍//

যশোর র‌্যাব -৬ ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

জানা যায়,গত ২০১১ সালের অক্টোবর মাসে আসামী বিল্লাল হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গোপালগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় এবং আসামীর নামে গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে।

উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী বিল্লাল হোসেন বিল্লালকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় গত ০১ মার্চ ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানাধীন বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মৃত আ:সোবহান হোসেন ভূইয়ার পুত্র বিল্লাল হোসেনকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *