কচুয়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্যাপিত

//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের  ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের  জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদ্যাপন করেছে।

এ উপলক্ষ্যে বুধাবার সকালে উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন শ্রীশ্রী রাধা মাধব মন্দিরে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র বিভিন্ন প্রদক্ষিন করে। এরপর মন্দির কমপ্লেক্সে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,এডভোকেট দিলীপ কুমার মল্লিক, কচুয়া প্রেসক্লাবের সহ সভাপতি সমীর বরণ পাইক, ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত, অনিমেষ কান্তি সাহা, পুলিন বিহারী সাহা, কমল কৃষ্ণা বৈদ্য।

এছাড়া বাধাল বাজার সর্বজনীন শ্রীশ্রী রাধা মাধব মন্দিরে সভাপতি মৃনাল কান্তি দেবনাথ, সাধারন সম্পাদক লিটন কুমার দাস (আশীষ), মসনী সর্বজনীন মন্দিরের সাধারন সম্পাদক বিমল কৃষ্ণ দাস, ইউপ সদস্য বনলতা রানী দাস, বাধাল মন্দিরে মহিলা সম্পাদিকা শিপ্রা রানী দাস সহ দুর দুরান্ত থেকে আগত হাজার ভক্তবৃন্দদের নিয়ে বাধাল বাজারের সর্বজনীন শ্রীশ্রী রাধা মাধব ও দূর্গা মন্দিরে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র মসনী ও বলভদ্রপুর মন্দির প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *