বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রামের  বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গ্রীণ কনভেনশন হলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আলাল।

এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, রাজনীতিববিদ জাকের হোসেন চৌধুরী বাচ্চু, সমাজসেবক রাজনীতিবিদ আশেক এলাহী সোহেল, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি ও অরবিট কেরিট স্কুল এন্ড কলেজ এর পরিচালক লায়ন মোঃ আমিরুল হক এমরুল  কায়েস, খোরশেদুল আলম চৌধুরী,জলদী আধুনিক হসপিটালের পরিচালক এস,এম শুয়াইবুর রহমান, বাঁশখালী মা শিশু জেনারেল হাসপাতালে ডাইরেক্টর ও  ম্যানেজার মোঃ আনোয়ারুল আজিম আজম, বাঁশখালী স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহ মোঃ শফিউল্লাহ  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও করোনাকালীন স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় বাঁশখালীর মা ও শিশু জেনারেল হাসপাতাল লিঃ,জলদী আধুনিক হসপিটাল লিঃ বাঁশখালী স্কয়ার  তিনটি বেসরকারি হাসপাতালকে সম্মাননা প্রদান করা হয়।

//চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন মোঃ আবদুর রহমান মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *