জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে এবার হাওলাদার শাহারুখ (১৯) নামের এক রড চোরকে আটক করেছে। এ ঘটনায় মাসুদ রানা নামের এক ব্যাক্তি বাদী হয়ে রামপাল থানায় একটি চুরির অভিযোগে মামলা করেছেন। আটক শাহারুখ উপজেলার দূর্গাপুর গ্রামের মিজান হাওলাদারের পুত্র।
পু্লিশ জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার গিলাতলা বাজারের হামীম পরিবহন কাউন্টারের সামনে কয়েটি বস্তায় ব্রীজ নির্মাণের রড চুরি করে নিয়ে যাচ্ছিল ওই শাহারুখ। এ সময় জনতা পু্লিশকে খবর দিলে পু্লিশ তাকে ৪৫ কেজি রডসহ হাতেনাতে আটক করে। আটক শাহারুখ কে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদালতে প্রেরণ করা হয়েছে। একই দিন রাত ১০ টায় চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে পারি জারি ১০/১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হাসান (৩০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার চাকশ্রী গ্রামের হাওলাদার নজরুলের পুত্র।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুইজন আসামী আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।