এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার বড়দূর্গাপুর গ্রামের তাপস রায়ের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী অমিত রায় (২৮), উপজেলার তালবুনিয়া গ্রামের ওহিদ শেখের পুত্র জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী জনি শেখ (৩০) ও দেবীপুর গ্রামের শওকাত আলী শেখের পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ইনামুল শেখ (৩০)।
রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম গ্রেফতারী পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ সকল প্রকার সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে।