//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে ২ অক্টোবর বুধবার ভোরে ট্রাক ও নসিমনের সংঘর্ষে নসিমন চালক ইমরান গাজী (২৭) নিহত হয়েছে। সে উপজেলার গোনালী গ্রামের আজিজুল গাজীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে সবজীবাহী নসিমন খুলনা যাওয়ার পথে জিলেরডাঙ্গার মাঝামাঝি স্থানে রাস্তা খারাপ থাকায় সবজি বোঝাই নসিমন নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে আঘাত করে। এতে ঘটনা স্থলেই নসিমনের ড্রাইভার ইমরান গাজী (২৭) মৃত্যুবরন করেন। পরবর্তীতে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নসিমন ড্রাইভার ইমরান এর মৃতদেহ স্থানীয় লোকজন উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। ইমরানের মৃত্যুর খবর পেয়ে একনজরে দেখার জন্য আত্মীয় স্বজন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার তার বাড়িতে যান। স্ত্রী ও শিশু পুত্র কান্নায় এক বেদনা বেধুর পরিবেশ সৃষ্টি হয়।