//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে মালবোঝাই ট্রাক ও মটরসাইকে সংঘর্ষে নাহিদ পারভেজ(২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
জাগরনী চক্র ফাউন্ডেশনের মোড়েলগঞ্জ শাখার কর্মী নাহিদ পারভেজ মটোর সাইকেল যোগে ছুটিতে বাড়িতে যাচ্ছিল। সাইনবোর্ড বাজারে আউয়াল মার্কেটের সামনে পৌছালে অপর দিক থেকে আশা মালবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনা স্থলে নিহত হয়। নিহত নাহিদ পারর্ভেজ পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আছাফুর রহমানের ছেলে। স্থানীয়দের সহযোগীতায় ট্রাক চালককে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।

