//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ জুন শনিবার সকালে ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও ভূমি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ভূমি সপ্তাহ’র উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়র মোঃ মিজানুর রহমান, নাজির সাইফুল্লাহ, অফিস সহকারী নাসির উদ্দীন সানা, কার্তিক চন্দ্র হালদার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, আবু রিহান প্রমূখ। উদ্বোধন শেষে একটি র্যালী পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
উল্লেখ আজ ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।