//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ জানুয়ারী সোববার সকালে ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের স্বাধীনতা চত্ত্বরে অনুষ্ঠিত মেলায় কলেজ ,স্কুল ,মাদ্রসায়সহ মোট ২০ টি স্টলে তারুন্যের চিন্তা চেতনায় উদ্ভাবিত প্রজেক্ট প্রর্দশন করা হয়। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় তিনি মেলার বিভিন্ন প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। দুপুরে বিজ্ঞান মেলায় পুরষ্কার বিতরনী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এন সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুল রহমান, থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা,শহিদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি ও ভাষানী কলেজের প্রভাষক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফৌরদাউস খান, মওলানা ভাষানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, মহিলা কলেজের অধ্যাপক আব্দুল হালিম ঢালী প্রমুখ।
মেধা উদ্ভাবনীতে কলেজ পর্যায়ে প্রথম বান্দা স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় ডুমুরিয়া কলেজ ও তৃতীয় মধুগ্রাম আলিম দাখিল মাদ্রাসা এবং স্কুল পর্যায়ে প্রথম হাজিডাঙ্গা খলসী (একে) মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়।
