ডুমুরিয়ায় এসএসসি ঊত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত                                                

ডুমুরিয়ায় এসএসসি ঊত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত                                                

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ২০ মে সোমবার  সকালে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে ২০২৪ সালের ”এসএসসি ঊত্তীর্ণ দলিত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে  অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন দলিত এর নির্বাহী পরিচালব স্বপন কুমার দাস।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমীন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. সেলিনা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, ইউপি চেয়ারম‍্যান  শেখ হেলাল উদ্দীন প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দলিত এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ/ ইনস্টিটিউটে ভর্তি বিষয়ক তথ্যভিত্তিক দিক নির্দেশনামূলক সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল। অতিথিবৃন্দ এসএসসি ঊত্তীর্ণদের উদ্দেশ্যে পরামর্শ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা দাশ-এর সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে দলিত এর বিভিন্ন কর্ম এলাকার ৩জন গোল্ডেন এ+ ও ১২ জন এ+ প্রাপ্ত ছাত্রছাত্রীকে ক্রেস্ট, ব্যাগ এবং ছাতাসহ মোট  ১১০ জন এসএসসি উত্তীর্ণ ছাত্রছা্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *