//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) তপতী রানী বিশ্বাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে এক আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সভাপতি শেখ মশিউর রহমান লিটন, শিক্ষক প্রতিনিধি ইউসুফ আলী, সহকারী অধ্যাপক কে হয়রত আলী পরিচালনায় আরো বক্তব্য দেন সহকারী অধ্যাপক গোবিন্দ মন্ডল, এইচ এম আমিনুল ইসলাম, আব্দুস সালাম, প্রভাষক ইলিয়াস হোসেন শান্তিলতা মন্ডল, অলকেশ মন্ডল প্রমুখ।

