//এম মুরশীদ আলী//
আপনার শিশুকে “ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে খুলনা জেলার রূপসায় গত ১ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
খুলনা সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম রূপসা উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন এবং নিজ হাতে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাসুদ রানা জানান, সমগ্র রূপসায় যাদের বয়স ৬ মাস থেকে ১ বছর হয়েছে এমন শিশুর সংখ্যা- ৩৬৫৫ জন। তাদের ‘নীল’ রঙ্গের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
তাছাড়া ১ থেকে ৫ বছর এর মধ্যে শিশুর সংখ্যা- ২২৩১৮ জন। তাদের ‘লাল’ রঙ্গের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুরা যাতে সহজে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে পারে তার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র করা হয়েছে। তাছাড়া- প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ২৪ টি করে অস্থায়ি মোট- ১২০ টি (ইপিআই) কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে মোট- ২৫৬২৯ জন শিশুকে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে মেডিকেল অফিসার ডাঃ ফারজানা বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ানোতে শিশুরা কয়েকটি রোগ থেকে মুক্ত থাকবে। যেমন- রাতকানা রোগ প্রতিরোধ, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরত্বপূর্ণ অনুপুষ্টি। তাই শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
