ডুমুরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স এর হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স এর হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয।
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র সভাপতিত্বে ও  ডাক্তার রিফাত রহমান এর পরিচালনায় বক্তব‍্য সভায় স্বাগত বক্তব‍্য  দেন উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু সুফিয়ান  রস্তম,  আর এম ও ডাক্তার মেহেবুব হাসান সাব্বির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোযাদার, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক শেখ মাহাতাব হোসেন, ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, প্রমুখ।
সভায়   জানানো হয় হাসপাতালে বর্তমানে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক  সার্জরী বিশেষজ্ঞ ডাঃ আছাদুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাহার ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার, পেডিয়াট্রিক্স বিশেষজ্ঞ ডাঃ গোপাল চন্দ্র রায়, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসাইন, এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ শেখ আরাফাতসহ মোট ১৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন।  বেশ দিন পরে আবারও শুরু হয়েছে অপারেশন কার্যক্রম ।  নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে হবে। চিকিৎসা সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার সকল ধরনে সুবিধা প্রদান করছে। নৈতিকতার উর্দ্ধে রেখে মানবেতার সেবাকে মানবিক কল‍্যানে নিবেদন করা একজন ডাক্তারের কর্তব‍্য।
অর্থের লোভে বশিভূত না হযে দেশ সেবার কাজে ডাক্তারদের এগিয়ে আহবান জানান। পরে তিনি নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এর  বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *