ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুন তরুনীদের নিয়ে উঠান বৈঠক

ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুন তরুনীদের নিয়ে উঠান বৈঠক

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

এসো দেশ বদলাই পৃথিবী  বদলাই তারুন‍্যের উৎসব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুন তরুনীদের নিয়ে  ৫ জানুয়ারি  বুধবার সকালে  ডুমুরিয়ায় ঘোনা তালতলা সমাজ সেবা প্রকল্প গ্রামে উপজেলা  সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচ্য বিষয় নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থলি কাজের মর্যাদা উন্নীতকরন,  পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরন, পরিষ্কার পরিচ্ছনা, প্রতিবন্ধিতা শনাক্তকরন জরিপ কর্মসূচি, আলোচনা জুলাই /২৪ বিপ্লব, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দুরীকরন বিষয়কের উপর প্রধান অতিথির আলোচনা করেন খুলনা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আয়নাল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সামচ্ছুজ্জামান, উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা পল্লী দারিদ্র কর্মকর্তা প্রতাপ দাস, ভান্ডারপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, জুলাই /২৪ বিপ্লবের ছাত্র আন্দোলন কারী তৌফিক আহম্মেদ, শরিফুল ইসলাম, মাহমুদ মোস্তফা সজল, সাদ্দাম হোসেন সাগর, জাহিদ খান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং পরিশেষে ভান্ডারপাড়া পরিষদ চত্বর এলাকায়  পরিষ্কার  পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *