প্রেসক্লাবের সৌজন্য বিভিন্ন শিক্ষাঙ্গনে ফুটবল বিতরণ

প্রেসক্লাবের সৌজন্য বিভিন্ন শিক্ষাঙ্গনে ফুটবল বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসার কৃতিসন্তান, কুয়েত প্রবাসী আলহাজ্ব আব্দুল জব্বার শেখ। তিনি রূপসা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য। তাঁর অর্থায়নে প্রেসক্লাবের সৌজন্যে বিভিন্ন শিক্ষাঙ্গনে ফুটবল বিতরণী কর্মসূচি হিসেবে গত ৩০ জুন সকালে পাথরঘাটা আ: হামিদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল দেওয়া হয়।

বিতরণী সম্পর্কে- আলহাজ্ব আব্দুল জব্বার শেখের চিন্তা ভাবনা : শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই খেলা-ধুলার প্রতি মনোযোগী করাতে হবে। তাতে শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মন-মানসিকতা পরিবর্তন হয়ে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। এ লক্ষ্যে শিক্ষাঙ্গনে ফুটবল দিয়ে অনুপ্রাণিত করে তুলছেন। তার দেওয়া ফুটবল এপর্যন্ত উপজেলার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাইপুর ডিগ্রি কলেজ, আলাইপুর ইউনাটেড মাধ্যমিক বিদ্যালয়, আলাইপুর ক্রীড়া সংঘ, পিঠাভোগ ডি.জি.সি মাধ্যমিক, ডোবা বহুমুখী মাধ্যমিক, গোয়াড়া মাধ্যমিক, শিয়ালী মাধ্যমিক, সি.এস মিলন একাদশ, চাঁদপুর দাখিল মাদ্রাসা ও বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল বিতরন করা হয়েছে।

পাথরঘাটা বিদ্যালিয়ের পক্ষে ফুটবল গ্ৰহন করেন- প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, সহ প্রধান শিক্ষক কার্ত্তিক কুমার চক্রবর্ত্তী, ক্রীড়া শিক্ষক সমীর বিশ্বাস, শিক্ষক অসীম কুমার বিশ্বাস, অনুপ কুমার বিশ্বাস, লিয়াকত আলী হাওলাদার, জয়দেব রায়, স্বর্নালী দাস, উমিলা খাতুন প্রমূখ।

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান এর নেতৃত্বে বিতরণীতে অংশগ্ৰহন করেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউশা মোল্লা, ক্লাবের ক্রীড়া সম্পাদক দৈনিক ইবি নিউজ এর প্রকাশক- মাসুম সরদার অত্র বিদ্যালয়ের শিক্ষকদের হাতে পত্রিকা দিয়ে প্রেসক্লাবের পরিচয় প্রস্ফুটিত করে তোলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *