//এম মুরশীদ আলী , রূপসা//
রূপসা উপজেলায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গত ২৫ সেপ্টেম্বর বিকেলে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-২০২৫ শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি ও দাবা প্রতিযোগিতা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার-উল-কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন- কাজদিয়া কলেজিয়েট স্কুলের প্রভাষক মো. বাশির আহমেদ লালু, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ডি.জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পারভীন, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সিকদার, চাঁদপুর দাখিল মাদ্রাসা সুপার মো. জাহাঙ্গীর আলম, নন্দনপুর দাখিল মাদ্রাসা সুপার মো. রেজাউল করিম, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ: কাদের, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুচিত্রা রানী দাস, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তাপসী রানী মৌলিক, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোসা: ফাতেমা খাতুন নিপা, আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: রহমান ঢালী, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
