//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম রাজবংশী পাড়ায় মঙ্গলবার বিকেলে নিরব বিশ্বাস (৫ ) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম।
সূত্রে জানা যায়, পরিবারের লোকজন নিরবকে উঠানে রেখে নিজেদের কাজকর্মে ব্যস্ত ছিল। এসময় শিশুটি সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে গিয়ে পড়ে যায়। শিশু নিরবকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
