খুলনা ২৭ বছরের নারীর লোমহর্ষক হত্যার মূলরহস্য উদঘাটনঃ মূলহোতা গ্রেফতার

খুলনা ২৭ বছরের নারীর লোমহর্ষক হত্যার মূলরহস্য উদঘাটনঃ মূলহোতা গ্রেফতার

//স্টাফ রিপোটার//

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকশই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।গত কিছুদিন পূর্বে আসামী আবু বক্কর মোল্লার সাথে ভিকটিম কবিতা রানী (২৭), থানা-সোনাডাঙ্গা, কেএমপি খুলনার পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে ভিকটিমকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে গত ০৫ নভেম্বর ২০২২ তারিখ রাতে আসামী আবু বক্করের ভাড়াবাড়িতে নিয়ে আসে। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এবং ভিকটিম উচ্চস্বরে কথা বলতে থাকে।

আসামী আবু বক্কর তাকে নিচু স্বরে কথা বলতে বললেও সে বিরত হয়নি। তখন আসামী আবু বক্কর ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে খাটের উপর ফেলে ৫/৭ মিনিট মুখ চেপে ধরে। ভিকটিমের জিহ্বা বের হয়ে যায় ও চোখ উল্টে যায়। ভিকটিমের লাশ গোপনের কৌশল বের করার জন্য আসামী তার পরিচিত দুইজন বন্ধুকে ফোন দেয়। এরপর আবু বক্কর প্রথমে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো বটি দিয়ে দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। টুকরা টুকরা করে লাশটি গুম করার উদ্দেশ্যে ধারালো বটি দিয়ে উভয় হাতের কব্জি আলাদা করে। ভিকটিমের পরিধেয় পোশাক আলাদা করে মৃতদেহ একটি বক্সের মধ্যে ঢুকিয়ে বেধে ফেলে এবং মাথা একটি পলিথিনে মুড়িয়ে রাখে। বিচ্ছিন্ন হাতের কব্জি একটি শপিং ব্যাগে ঢুকিয়ে পার্শ্ববর্তী স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।হত্যাকান্ডের শিকার নারীর পরিচয় নিশ্চিত না হওয়ায় থানা পুলিশ বাদী হয়ে কেএমপির খুলনার সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় বহুল প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ০৬ নভেম্বর ২০২২ তারিখ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যা মামলার মূলহোতা গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ০৭ নভেম্বর ২০২২ তারিখ ০১.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী ১। আবু বক্কর মোল্লা(২৫), থানা-রামপাল, জেলা-বাগেরহাট, বর্তমান ঠিকানা-শিববাড়ী, গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *