এম মুরশীদ আলী :
রূপসায় চায়ের দোকানের পাওনা ১৭০ টাকা চাইলে ছাত্রদল নেতা মাথা ফাটায় দোকানীর। ঘটনাটি রূপসার শ্রীফলতলা ইউনিয়ন নন্দনপুর গ্রামের মৃত: আব্দুল কাদেরের ছেলে আব্দুল করিম (৬৫) সাথে।
এ ব্যাপারে জখমি আব্দুল করিম জানান- সে দীর্ঘকাল বৌ বাজারে চা-পান বিক্রয় করেন। তাকে গত ৯ জুন সকাল ১০ টার দিকে দোকানে ফেলে মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি শুকুর হাওলাদারের নিকট পূর্বের পাওনা ১৭০ টাকা চাওয়ায় দুজনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতা হেলাল হাওলাদার এবং ইমন হাওলাদার পিতা মোস্তফা হাওলাদার
কাচের গ্লাস দিয়ে দোকানীর মাথায় একাধিক আঘাতে মারাত্মক জখম হয়ে পড়ে। তার আত্মা চিৎকারে
আশপাশের লোকজন উদ্ধার পূর্বক তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করান। তার মাথার খত স্থানে ১০/১২ টি সেলাই লেগেছে। এ রিপোর্ট লেখা
