//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
কচুয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে চার দিনব্যাপি রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার বিআরডিবি হলরুমে প্রশিক্ষনের সমাপন করেন বিআরডিবি বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ নাসিরউদ্দিন। প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে হাতে কলমে মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ পদ্ধতি, বিভিন্ন রোগ ও তার সমাধানসহ খামার সংশ্লিষ্ট বিষয়ে শিখানো হয়। এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।
এছাড়া প্রশিক্ষনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন সেশন পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনূর রশিদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান।এছাড়া প্রশিক্ষন সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ডে সংশিষ্ট ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার(ইরেসপো) প্রবীর কুমার মন্ডল,হিসাবরক্ষক সঞ্জয় কুমার ঘোষ,হিসাব সহকারী হাফিজা আক্তার,পরিদর্শক এমদাদুল হক,মাঠ সহকারী সুপ্রকাশ সাহা, অলিয়ার রহমান,সাগর হোসেন পাইক, আরতি মিস্ত্রী,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফেরদৌস আরা সাথী প্রমূখ।
