//চট্টগ্রাম প্রতিনিধি//
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রনালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি ) স্বেচ্ছাসেবকদের মাঝে সরকারি অর্থায়নে ব্যক্তিগত সরঞ্জাম(মালামাল) বিতরণ করা হয় ।
বুধবার সকালে বাঁশখালী অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি ) র সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি কল্যাণ বড়ুয়ার সঞ্চানলায় সভায় অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম,হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা টিম লিড়ার মোহাম্মদ ছগীর।
এ সময় উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি )অফিসে দায়িত্বরত মিটু কুমার দাশ, ইউনিট টিম লিড়ার মোহাম্মদ হারুন,আবদুল মজিদ, উকিল আহমদ, আবুল হোছাইন, হাছান নুর প্রমুখ । সভায় বাঁশখালীর ১০টি ইউনিয়নের ১০৬৫ জন স্বেচ্ছাসেবকদের মাঝে সরকারি অর্থায়নে ব্যক্তিগত সরঞ্জাম বিতরন করা হয় ।
এ সময় বক্তারা দুর্যোগ কালীন সময়ে স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ ভাবে অসহায় ও সাধারন মানুষের সেবায় এগিয়ে এসে যে অবদান রাখে তা ভুলার নয় উল্লেখ করেন ।
