লঘুচাপের প্রভাবে রামপালের নদীতে ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের প্রভাবে রামপালের নদীতে ও বেড়েছে  পানি। পানি বাড়ায় বাগেরহাটের এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মোংলা-ঘাষিয়াখালী আর্ন্তজাতিক নৌ চ্যানেলে স্বাভাবিকের তুলনায় প্রায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এতে নদীর সংযোগ খালগুলো দিয়ে ভিতরের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। ফলে তলিয়ে গেছে খালের পাড় ও রাস্তাঘাট। নদীর দুই পাড়ে খননকৃত বালুর বিশাল স্তুপ থাকায় নদীর পানিতে সংলগ্ন এলাকা প্লাবিত না হলেও খালের পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের কাটাখালের পানিতে আশপাশের বাড়ীঘর তলিয়ে গেছে। খালের পাশের রাস্তাটি কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে।

সিকিরডাঙ্গা গ্রামের বাসিন্দা হিমেল রাব্বী সোহান বলেন, জোয়ারের পানি বাড়ায় খাল আর রাস্তা বুঝাই যাচ্ছেনা। খালের পানি বাড়ায় এখানার কয়েকটি ঘেরের বাঁধ উপচে পানি ঢুকছে। কয়েক জায়গায় পানির চাপে ভাঙ্গনের উপক্রম হয়েছে। ঘের মালিকেরা লোকজন নিয়ে বাঁধ উচুর কাজ করছেন।

এছাড়া গৌরম্ভা, হুড়কা, বাশতলী, কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে চিংড়ি চাষীরা। বিশেষ করে খালের পাশের ঘেরগুলো রয়েছে বেশি ঝুঁকিতে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, একদিকে লঘুচাপ অপরদিকে পূর্ণিমার ভরা গোন তাই নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ২১ সেন্টিমিটার বেড়েছে।

এর আগে শুক্রবার বেড়েছিল ১৫ সেন্টিমিটার। লঘুচাপ ও চলতি গোন ( তেজ কটাল) শেষ না হওয়া পর্যন্ত পানির এ চাপ আরো কয়েকদিন থাকার আশংকার কথা জানিয়েছেন তিনি।

এ এইচ নান্টূ, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে গত ৪ দিনে করোনায় ১৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

 

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

 এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

শুক্রবার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় শুক্রবারের সড়ক দুর্ঘটনায় রামপালের তিনজন দিনমজুর নিহত হন। নিহতরা রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫৫), শেখ নুর মোহাম্মদ (৬৫) ও শেখ রেজাউল (৫০)। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন নিহত ওই সকল ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে তাদের স্বজনদের হাতে বাগেরহাট জেলা প্রশাসকের পাঠানো খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রামপালের চাকশ্রী গ্রামের নিহত তিন ব্যক্তির পরিবারকে আমরা নগদ ২০ হাজার করে টাকা ও বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা দিয়েছি। পরিবারগুলো অত্যন্ত গরীব। তাদেরকে সহায়তার পাশাপাশি সমবেদনা ও শান্তনা জানিয়ে এসেছি।

কোন কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানাতেও বলে এসেছি এবং এ সহায়তা অব্যাহত থাকবে।

 

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে পালিত হচ্ছে সাদা-মাটা লকডাউন

মহামারীতে অসহায়ের পাশে থাকাই আমাদের বড় কর্তব্য- এমপি সালাম মূশের্দী

বাগেরহাটের রামপালে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী

কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রতিপালনে বাগেরহাটের রামপালে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিনে সেনা বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলে রয়েছে। তাদের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন।

তিনি বলেন, লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক করা হচ্ছে। শুধুমাত্র জরুরী সেবায় নিয়োজিত যান চলছে আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা রয়েছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। বাকী সব বন্ধ রয়েছে। তারপরও কেউ যদি বিধিনিষেধ উপেক্ষা করে তার বিরুদ্ধে বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকাল থেকে সেনা বাহিনীর সদস্যরা উপজেলা সদর, ভাগা, ফয়লা, গিলাতলাসহ বিভিন্ন এলাকায় টহল দেয়ায় রাস্তাঘাট ফাঁকা। তাই লোক সমাগম কম দেখা গেছে। দুই একজনকে দেখা গেলেও তারা মাস্ক পরাসহ বিধি নিষেধ মেনেছেন দেখছি।

এছাড়া ইউনিয়ন পর্যায়েও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বর ও রাজনীতিকদের দায়িত্ব দেয়া হয়েছে। তারাও তা সঠিকভাবে পালন করছেন।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত