দোকানে ফেরা হলোনা কাসেমের, কুপিয়ে হত্যা করে নিয়ে গেলো সাথে থাকা ৬ লক্ষ টাকা

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা//

বরগুনার আমতলীতে এক বিকাশের এজেন্ট ব্যবসায়ী আবুল কাসেমকে কুপিয়ে হত্যা করে কাছে থাকা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে। নিহত ব্যবসায়ী আবুল কাসেম (২৩) উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ নুর উদ্দিন মোল্লার ছেলে। বৃহস্পতিবার রাত দশটার দিকে দোকান থেকে নিহত কাসেম বাড়িতে ফিরছিল বাড়ীর কাছাকাছি সড়কের পাশে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

জানা যায়,আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ,ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত দশটার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে বাড়ি কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে বাড়ির পাশে ধান খেতে ফেলে রেখে পালিয়ে যায়। এবং সাথে থাকা টাকাও নিয়ে যায়।

নিহতের মামাতো ভাই সাইদুল বলেন,আমার ফুপি আমাকে ফোন দিয়ে বলে কাশেম এখনো বাড়ি আসে নাই,দেখতো কাশেম বাজারে কিনা। কাশেম যেসব দোকানে বসে সেইসব দোকানে খুঁজেও কাশেমকে পাওয়া যাচ্ছিল না। কাশেমকে খুঁজতে খুঁজতে যখন বাড়ি যাই, রাস্তার উপর আমার ফুপিকে দেখতে পাই। বাড়ির সামনে একটু গিয়ে দেখি আমার ভাই ধান ক্ষেতের ভিতরে পড়ে আছে, চিৎকার দিয়ে আমি আর আমার ফুফু সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যাই। তিনি আরো বলেন,ঘটনার দিন আমার ভাই কাসেম পটুয়াখালী ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষের মতো টাকা ছিল বলে দাবি করেন তার মামাতো ভাই সাইদুল।  আমরা এই ঘটনার বিচার চাই। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,ঘটনা শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা করেন বরগুনার নবাগত জেলা প্রশাসক

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার নবাগত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, বিভিন্ম অফিসের কর্মকর্তা, ইমাম, কাজী, সাংবাদিক, এনজিওকর্মী, উপজেলা পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন।

আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা করেন বরগুনার নবাগত জেলা প্রশাসক

আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলম।

সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ তারেক হাসান, আমতলী থানা অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, অ্যাড. মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, জামায়াতের সেক্রেটারি মো: আ: মালেক সহ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন আপন প্রমুখ।

আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি গঠন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ জহিরুল ইসলামকে সভাপতি ও তারিকুল ইসলাম টারজানকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদন ক্রমে গতকাল ২৪ শে সেপ্টেম্বর কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জহিরুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই কমিটির বিদ্যুৎসাহী সদস্য তারিকুল ইসলাম টারজান ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমতলী উপজেলা শাখার আহ্বায়ক ও আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয়তাবাদী রাজনীতির দুই শীর্ষ নেতা কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যুৎ সাহী সদস্য মনোনীত হওয়ায় কলেজের সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

দীর্ঘ আওয়ামী দুঃশাসনে নাকাল আমতলীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো। তাই বর্তমান কমিটিতে মেধাবী ও বিচক্ষণ দুই নেতা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির দায়িত্ব পাওয়ায় বিএনপি সহ আমতলী বাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসী মনে করছেন অবহেলিত কলেজেটিতে  শিক্ষিত,মার্জিত ও বিচক্ষণ দুই নেতা এডহক কমিটির দায়িত্ব পাওয়ায় কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন হবে।

বরগুনায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনায় ডিবির অভিযানে ৮০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে।

১৬ই সেপ্টেম্বর র রাত সারে দশটার সময়ে বরগুনা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কড়ইতলা থেকে আবুল হোসেন এর ছেলে রুবেল আহমেদ (১৯) কে ৮০ (আশি) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

বরগুনা ডিবির ওসি জাকির হোসেন এর নেতৃত্বে এস আই ইমাম হোসেন সঙ্গীও ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে বরগুনা ডিবির ওসি জাকির হোসেন বলেন, আটককৃত রুবেল হোসেনকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হবে।

আমতলীতে নকল বীজে সর্বস্বান্ত কৃষক, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে নকল ধান বীজ রোপন করার ১ মাসের মধ্যে চারায় ধান আসায়  চরম বিপাকে পড়েছে উপজেলার গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক।ভুক্তভোগী কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোছখালী গ্রামের কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে নকল বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্থ  কৃষকরা জানান,বীজ বিক্রয়ের স্থানীয় ডিলার মোঃ চাঁন মিয়ার  কাছ থেকে ১ মাস আগে প্রাইম কোম্পানীর লাল গুটি স্বর্না বীজধান ক্রয় করে রোপণ করেন । কিন্তু ধান বিজ রোপনের ১ মাসের মধ্যে ধান চারার গর্ভে ধান ধান চলে এসেছে । এতে  গোছখালী গ্রামের  ৫০ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক ওসমান গনি, মনিরুল, বেল্লাল, মজিবর খলিফা, আব্দুর রব মনির, আমজেদ তালুকদার, রফিক , আল আমিন, সাইদুল, হানিফ, জামাল গাজী, জালাল প্যাদা, মহসিন প্যাদা, চান মিয়া তালুকদার, ছালাম মোল্লা, আল আমিন  বলেন, আমরা কৃষকরা স্থানীয় ডিলার মোঃ চাঁন মিয়ার কাছ থেকে ৭৭০ টাকা করে প্রাইম কোম্পানীর ১ কেজির বস্তার লাল গুটি স্বর্না ধান বিজ ক্রয় করে  ধান চারার জন্য রোপন করি। কিন্তু রোপনের ১ মাসের মধ্যে ধান চারায় থোড় ধরেছে (ধান চারায় ধান ফলেছে)  এখন আমাদের কৃষকদের প্রায় ৫০ একর জমিতে ধানের চারা রোপন করতে পারবোনা। এখন নতুন করে চারা করার সময় ও নাই  আর কোথায় ও চারা বিজ পাওয়া যাচ্ছেনা। আমরা ক্ষতিগ্রস্থরা ধান বিজ বিক্রয়কারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড সন্স এর  ডিলারের কাছ থেকে ক্ষতিপূরন ও তার বিচারের দাবী জানাই উপজেলা প্রশাসনের কাছে।

এব্যাপারে  স্থানীয় ডিলার মো. চান মিয়া বলেন, আমতলী হাসপাতাল রোডের ইউনুস  এন্ড সন্স এর ডিলার ইউনুস মিয়ার কাছ থেকে  এই বিজ  পাইকারী ক্রয় করে কৃষকদের কাছে বিক্রি  করেছি। বিষয়টি ইউনুস ডিলারকে জানানো হয়েছে । আমিও ইউনুস ডিলারের বিচার চাই।

এ প্রসঙ্গে  আমতলীর ইউনুস এন্ড সন্স এর মালিক বীজ ডিলার মো. ইউনুস মিয়া বলেন, লালগুটি স্বর্না ধানের বীজ রোপনরে ২৫ দিনের মধ্যে চারা  রোপন করতে হবে। কৃষকরা  দেড় মাস বয়সে  চারা রোপন করায় চারার গর্ভে ধান চলে এসেছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা বলেন বিষয়টি শুনেছি । তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম বলেন, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Daily World News

পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নারী সহ ৪ জন নিহত হয়েছে বাগেরহাটে

“বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম” চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্মহত্যা

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

“বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম” এমন চিরকুট লিখে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নজরুল ইসলাম নামের এক শিক্ষক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামে শনিবার সকালে। নজরুল ইসলাম আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী ছোবাহান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানাগেছে, উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামের মোঃ খালেক খাঁনের ছেলে নরজরুল ইসলামের সঙ্গে গত দের বছর আগে একই গ্রামের দুলাল ভুইয়ার মেয়ে খাজিদার বিয়ে হয়।  বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল এমন দাবী তার পরিবারের। ওই দম্পতির এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধ হয়। শনিবার সকালে স্ত্রী খাজিদা বেগম তার ভাসুর ফেরদৌস খাঁনের সঙ্গে বলেন আমি আমার বাবার বাড়ী চলে গেলাম আপনার ভাই আমাকে মারধর করেছে। এ কথা বলে স্ত্রী খাজিদা  বেগম বাবার বাড়ী চলে যায়। ওই দিন বেলা সাড়ে ১০ টার দিকে স্থানীয়রা শিক্ষক নজরুল ইসলামকে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে । পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ওই সময় পুলিশ নজরুলের পরিধানের কাপড়ে পেঁচানো একটি চিরকুট উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পরপর স্ত্রী খাজিদা বেগম গা-ঢাকা দিয়েছেন।

নিহতের বড় ভাই ফোরদৌস খাঁন বলেন, আমার ভাইকে তার স্ত্রী বিয়ের পর থেকেই নানাভাবে নির্যাতন করে আসছে। তার নির্যাতন সইতে না পেয়ে আমার ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  আমি আমার ভাইয়ের হত্যাকারীর শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়।

আমতলীতে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ নেয়ামত উল্লাহ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

৯ই জুলাই বিকেল চারটায় উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন নুরুল ইসলামের চায়ের দোকানের সামনের রাস্তার উপর থেকে বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ইমাম হোসেন সোহাগ, এএসআই মোঃ রুবেল হাওলাদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নেয়ামত উল্লাহকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী নেয়ামত উল্লাহ আড়পাংগাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়াতলী গ্রামের আবুল হাওলাদার এর ছেলে।

এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী নেয়ামত উল্লাহ দীর্ঘদিন মাদক ব্যবসা করতো। আজ বিকেলে তাকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র‌্যাব-৮

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে গতকাল ৬ই জুলাই অনুমানিক সতেরো ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি,ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আটক করা হয়।আলোচিত পিস্তল বাবু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শাপলাখালী গ্রামের মোফাজ্জেল ও মোছাঃ শিল্পি বেগমের ছেলে।

র‌্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন মামলার বিবরণ থেকে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল থানার একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী ১৭ বছরের ধর্ষিতা তরুনী ঘটনার দিন গত ১১ই জুন সকাল আনুমানিক সারে আটটায় প্রতিদিনের ন্যায় ভিকটিম তার কলেজে গমন করে। কলেজ শেষে বাড়ি ফেরার পথে ০৩ নং আসামী সোহেল তাকে অটোরিক্সাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওয়ানা হয়। কিন্তু তাকে তার বাড়ির সামনে না নামিয়ে একটু দূরে জনৈক আমির সিকদারের বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখান থেকে ভিকটিম পায়ে হেটে রওয়ানা হলে আসামী বাবু ও তার সহযোগী ২ নং আসামী সুমন তার পিছু নেয় এবং দাড় করিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং পথরোধ করে। পরে আসামীরা ভিকটিমকে হাত ধরে টেনে জনৈক আমির সিকদার এর টিনশেড ঘরের ভিতর নিয়ে যায়। আসামীরা ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে ০১ নং আসামী ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ০২ নং আসামী সহ অজ্ঞাতনামা আরোও ০২ জন আসামীরা রাস্তা থেকে ০৩ নং আসামীকে ডেকে নিয়ে আসে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করায়। ০৩ নং আসামীকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করানোর সময় ০১ নং আসামী ভিডিও ধারণ করে এবং উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ০৩ নং আসামীর নিকট হতে নগদ ৪,৫০০/- টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। পরে ঐ তরুনী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল থানায় একটি মামলা দায়ের করে ( থানার মামলা নং-১৯ তারিখঃ ১৪/০৬/২০২৪ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা। বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ৭ই জুলাই র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালীর বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার সংবাদ প্রকাশে আমতলীতে বিভ্রান্তি

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “সবাই আমাকে মাফ করে দিবেন, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি।  কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করবো। আমি চার পাশে অনেক ধার দেনা হয়ে গেছি। নিজেকে আর সামলাতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল আজকে তা হলো না। আমি আমার বউয়ের সকল গহনাগাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারী হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই আমার মৃত্যুর জন্য। সকলে আমাকে মাফ করে দেবেন। মা, বাবা, ভাই ও বোন সকলে আমাকে মাফ করে দিবেন”। এমন স্টাটাস দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার সময়ে আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের ব্যবসায়ী খোকন কাজী আত্মহত্যা করে।

খোকন কাজীর এমন আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস দেখে স্বজনরা দ্রুত দোকানে চলে আসে। কিন্তু তারা এসে দেখতে পায় খোকন কাজী দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

জানাগেছে, বরিশাল শহরের লাকুটিয়া খাশিপুর এলাকার বাসিন্দা ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজী ২০২০ সালে আমতলীতে এসে উপজেলা রেভিনিউ মসজিদের পাশে চায়ের দোকান দেয়। এ দোকানের ব্যবসায় তার সংসার ভালো চলছিল না। গত দুই বছর আগে জনসেবা নামক একটি স্থানীয় সংস্থা থেকে ঋণ নেয় খোকন। উক্ত ঋণের টাকা গত এক মাস আগে পরিশোধ করলেও ঐ সংস্থায় পুনরায় ঋণ নেওয়ার আবেদন করেনি খোকন কাজী। কিন্তু ফেইসবুক স্টাটাসে আত্মহত্যার করার আগে দেওয়া পোস্টের এক লাইনে লেখা ছিল আজকে একটা লোন হওয়ার কথা ছিল তাও হলোনা। খোকনের স্টাটাসে কোথাও লেখা ছিলনা কোন সংস্হায় ঋণের আবেদন করেছে এবং ঐদিন কোন সংস্হার ঋণ দেওয়ার কথা ছিল? এসব না লেখা থাকলেও আগের নেওয়া ঋণ প্রদান সংস্হাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে মৃত্যু খোকন কাজীর পরিবার ও আমতলীতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

ঐ স্টাটাসের কারণে হয়তো কতিপয় অতি উৎসাহী লোকের দেওয়া বিভ্রান্তি মুলক তথ্য প্রদান বা আলোচনা করায় সংবাদ প্রকাশকারী মিডিয়ার স্হানীয় প্রতিনিধিরা উক্ত  সংস্থাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে।

ঋণ নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আমতলীতে বসবাস কারী খোকন কাজীর স্ত্রী ডালিয়ার ফুপাতো বোন আয়শা ফেরদৌসী বলেন, খোকন কাজী দীর্ঘদিন ধরে মানুষিক চাপে ভুগলেও ঋণ বা এ জাতীয় কোন বিষয় নিয়ে পরিবারের কারো সাথে কোন কিছু আলোচনা করতো না। জনসেবা সংস্থা থেকে ঐদিন ঋণ পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান সে আরও সংস্থা থেকে ঋণ নিলেও এসব নিয়ে পরিবার বা কারো সাথে কোন কিছু বলেনি।

জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার মোঃ রিয়াজুল হাসান বলেন,খোকন আমাদের সংস্থার সদস্য ছিল। এক লক্ষ টাকা ঋণ নিয়ে গত জুন মাসে তা পরিশোধ করে। কিন্তু নতুন করে ঋণ নেওয়ার আবেদন করেনি।তাই আমাদের সংস্থা থেকে আজকে ঋণ দেয়ার প্রশ্ন আসতেই পারেনা।

জনসেবা সংস্থার পরিচালক এসএম সোহেল মাহমুদ বলেন, ওই ব্যাক্তি আমাদের সংস্থায় ঋণের জন্য আবেদনই করেননি তো ঋণ দেব কিভাবে? আমাদের সংস্থা ঋণ দিবে বলে যে অপপ্রচার হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

আমতলীতে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

 মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজা সহ মোহাম্মদ মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা জেলা ডিবি পুলিশ।

৫ই জুলাই শুক্রবার সকাল ৭.১০ মিনিটের সময়ে বরগুনা জেলা ডিবি পুলিশের এস,আই ইমাম হোসেন ও এস,আই রুবেল হোসেনের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ বরিশাল থেকে আসা দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত হলো বরিশাল কোতোয়ালি থানার রুপাতলী গ্রামের মৃত্যু সিকান্দার মোল্লার ছেলে মোহাম্মদ মিলন মোল্লা ও বরিশাল সিটির ২৩ নং ওয়ার্ডের তাজ কাঠী গ্রামের মৃত্যু আয়ুব আলীর ছেলে গোলাম রাব্বি।

ডিবি পুলিশ জানান,আসামীরা দীর্ঘদিন যাবত এ এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ সকালে আমতলীতে মাদক বিক্রি করতে আসবে তাই আমরা আগ থেকেই এদেরকে আটক করার জন্য আমতলী শহরের বিভিন্ন স্হানে অবস্থান গ্রহণ করি এবং এক পর্যায়ে এদেরকে আটক করতে সক্ষম হই।

বরগুনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম জানান, আজ সকালে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আমতলী পৌরসভার চৌরাস্তা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসা করতো এবং এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে।