//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাটের কচুয়ার উপজেলার বাধাল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পিংগুড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আছাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট অনুষ্ঠিত হয়। ৪৫৯ জন কাউন্সিলার ভোটারের মধ্যে উপস্থিত ৪৫৫ জন ভোটার ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মোল্লা আঃ গফফার, সহ-সভাপতি পদে মোল্লা লিটন হোসেন, সাধারন সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মোঃ মিল্টন কাজী, সাংগঠনিক সম্পাদক পদে আবুল বাসার নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক,খান মনিরু ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন প্রমুখ।