সভাপতি গফফার, সম্পাদক সাইফুল কচুয়ার বাধাল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ার উপজেলার বাধাল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পিংগুড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আছাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট অনুষ্ঠিত হয়। ৪৫৯ জন কাউন্সিলার ভোটারের মধ্যে উপস্থিত ৪৫৫ জন ভোটার ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।

নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মোল্লা আঃ গফফার, সহ-সভাপতি পদে মোল্লা লিটন হোসেন, সাধারন সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মোঃ মিল্টন কাজী, সাংগঠনিক  সম্পাদক পদে আবুল বাসার নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক,খান মনিরু ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন প্রমুখ।

গোপালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ার উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আছাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে কোন  প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। কর্মীদের ভোটে সভাপতি পদে আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ আাঃ গনি, যুগ্ন-সাধারণ পদে সহিদুল শেখ, সাংগঠনিক সম্পাদক পদে শেখ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে বক্তব্য দেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সসদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এ্যাড. মিজানুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক,খান মনিরু ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, কবির হোসেন, বেদার উদ্দিন ডাকুয়া, বিএনপি নেতা হুমায়ুন কবির প্রমুখ।

বাগেরহাটের কচুয়ায় ডেভিল হান্টের অভিযানে আটক-৬

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় ডেভিল হান্ট এর অভিযানের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতারকৃত হলো, উপজেলার টেংরাখালীর শামসুর রহমানের ছেলে আবু নাইম (২৪) ও শেখ মকবুল হোসেন এর ছেলে শেখ কামরুল ইসলাম (৫০), বারুইখালি গ্রামের শেখ শফিউদ্দিনের ছেলে শেখ আসলাম উদ্দিন (৫৫), গোপালপুরে মোজাম শিকদার এর ছেলে মিলন শিকদার (৩২)ও শফিউদ্দিন এর ছেলে মোঃ মাছুম শেখ (৩৯), সোনাকান্দর গ্রামের মহেজ উদ্দিন শেখ এর ছেলে আঃ রব (৬০)।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কচুয়ায় ট্রাক ও মটরসাইকে সংঘর্ষে এনজিও কর্মী নিহত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে মালবোঝাই ট্রাক ও মটরসাইকে সংঘর্ষে নাহিদ পারভেজ(২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

জাগরনী চক্র ফাউন্ডেশনের মোড়েলগঞ্জ শাখার কর্মী নাহিদ পারভেজ মটোর সাইকেল যোগে ছুটিতে বাড়িতে যাচ্ছিল। সাইনবোর্ড বাজারে আউয়াল মার্কেটের সামনে পৌছালে অপর দিক থেকে আশা মালবোঝাই ট্রাকের সাথে  সংঘর্ষে ঘটনা স্থলে নিহত হয়। নিহত নাহিদ পারর্ভেজ পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আছাফুর রহমানের ছেলে। স্থানীয়দের সহযোগীতায় ট্রাক চালককে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।

কচুয়ায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্তদের সংবর্ধনা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ৭জন ভবিষ্যৎ চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নাওশাদ ৭জন মেধাবী ভবিষ্যৎ চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.স.মোঃ মাহাবুবুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন, কলেজ ও স্কুলের শিক্ষার্থী।

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ইউনিয়নের হতদরিদ্র ভ্যান চালক শেখ আসাদুজ্জামানের কন্যা আরিফা আক্তার (বরিশাল)। কচুয়া গ্রামের শিকদার রুস্তুম আলীর কন্যা শামসুর নাহার সাদিয়া(মাগুড়া)। টেংরাখালী গ্রামের শেখ কাওছার হামিদ এর কন্যা শারমিন আক্তার(পটুয়াখালী)। মসনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল দাসের কন্যা বর্ণালী দাস (কুষ্টিয়া)। বেতখালী গ্রামের শহিদুল ইসলাম মোক্তার এর কন্যা আসমা আক্তার (শহীদ সোহরাওয়াদী)। মঘীয়া গ্রামের দুলাল শেখের পুত্র মোঃ মেহেদি হাসান নয়ন(নওগা)। কামারগাতী গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র সানবিম বাধন নিরব(সুনামগঞ্জ) সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

কচুয়ায় গণপিটুনিতে রাসেল নামে এক যুবক নিহত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে রাসেল শেখ (৩৮) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া এলাকার মহিদ পাইকের বাড়ির সামনে গণপিটুনির শিকার হন রাসেল শেখ ও তার সহযোগী রাজিব। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী অভিযোগ করেছে, মহিদ পাইকের বাড়িতে চাঁদার টাকা চাইতে গেলে রাসেল ও তার সহযোগী গণপিটুনির শিকার হন। নিহত রাসেল শেখ ওই এলাকার আজিজ শেখের ছেলে। এ ঘটনায় আহত রাজিব স্থানীয় সেলিম শেখের ছেলে। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহিদ পাইকের ভাই জাহিদ পাইক বলেন, আমার ভাই মহিদ পাইকের কাছে রাসেল শেখ বিভিন্ন সময় চাঁদা দাবি করত। সপ্তাহখানেক আগে ৫ হাজার টাকা নিয়ে যায়। ৫ জানুয়ারি আরো টাকা জোগাড় করে রাখার জন্য শাসিয়ে যায়। যদি টাকা না রাখা হয়, ঘর পুড়িয়ে ফেলার হুমকি দিয়ে যায়।  সোমবার বিকেলে রাসেলসহ ৫-৬ জন ধারালো দা-কুড়াল নিয়ে মহিদের বাড়িতে ঢোকে এবং টাকা দাবি করে। এ সময় বাড়ির নারীরা চিৎকার দিলে গ্রামবাসী এসে তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। কয়েকজন পালিয়ে গেলেও রাসেল ও রাজিব গুরুতর আহত হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনি শঙ্কর পাইক বলেন, রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, রাসেলের নামে কচুয়ায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধে  একাধিক মামলা রয়েছে। পিটিয়ে হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কচুয়ায় স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া বিআরডিবির ইরেসপো প্রকল্পের উদ্যেগে স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।    প্রশিক্ষনে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা,জেন্ডার বৈষম্য সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষন কর্মশালায় প্রধান শিক্ষক পিটুন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর কুমার মন্ডল, প্রধান শিক্ষক পিটুন মিত্র, হিসাব সহকারী শিলু মন্ডল,মাঠ সংগঠক হিরামন মিস্ত্রী সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষন শেষে স্কুলগামী শতজন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বালক দলের মধ্যে খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্ব চড়সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকাদলের মধ্যে পাইকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উত্তর বিষেরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) বিজয় কুমার জোয়ার্দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতিশ চন্দ্র মন্ডল,কচুয়া মডেল সরকারি প্রাথধান শিক্ষক দেবদাস সাহা,শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক খান সুমন সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।

কচুয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় আটক -১

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মঘিয়ার আইউব আলী শেখের ছেলে নাইমুল শেখকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার মঘিয়ার গোলাম মোস্তফার ছেলে রায়হান বাদী হয়ে ওবায়দুল শেখ (৩৫), আইয়ুব আলী ফকির (৪৫), সাখাওয়াত ফকির (৫৬) নাইমুল শেখকে (৩০) ও সপ্না বেগম (৫৫)কে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মঘিয়া ইউনিয়নের ওবায়দুল শেখ এর নেতৃত্বে নাঈম শেখসহ স্থানীয় কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় হামলা, চাঁদাবাজ, ঘের দখল, লুটপাটসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৩ ডিসেম্বর সকালে মঘিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার (৬৮) স্ত্রীর নামে সম্পত্তি দখল করার উদ্দেশ্যে জমিতে চাষাবাদ করতে আসে ওবায়দুল শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী। এতে গোলাম মোস্তফা ও তার দুই ছেলে জমিতে চাষাবাদের কাজ করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামী মোঃ ওবায়দুল শেখ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে গোলাম মোস্তফা তার বড় ছেলে আল ইমরান ও ছোট ছেলে রায়হান রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে গোলাম মোস্তফাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গোলাম মোস্তফার মেজো ছেলে গোলাম মর্তুজা বলেন, আমার পিতা ও বড় ভাইকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে যখন করেছে। এখনো আমার পিতা গুরুতর মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, আমার পরিবার কোন রাজনীতির দলের সাথে সম্পৃক্ততা নয়। সন্ত্রাসীরা আমার মায়ের নামের সম্পত্তি দখল করতে এসে বেআইনিভাবে আমাদের উপর হামলা করে। এর সঠিক বিচার ও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, হামলার ঘটনায় মামলায় আমরা নাইমুল শেখকে আটক করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আরো জানান, আটক নাঈম শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Daily World News

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক

রামপালে হামলায় ১৬ ভূমিহীন আহত

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দোবাড়িয়া কামাল সরদারের স-মিল এর সামনে থেকে এদের আটক করে কচুয়া থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি রামদা, ১টি দা, ১ টি কুড়াল, ও ১ টি পাইপ জব্দ করে পুলিশ।আটককৃতরা হল, কচুয়া উপজেলার পালপাড়া গ্রমের কামরুল গাজীর ছেলে হোসেন গাজী (২০), ভান্ডারখোলা গ্রামের গনেশ ব্যানার্জীর ছেলে শোভন ব্যানার্জী (১৯) ও কাকারবিল গ্রামের আসাদ মোল্লার ছেলে ইয়ামিন ইসলাম শাওন(২৪)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।