//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অধিকার এখানে এখনই প্রকল্প আয়োজনে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ডুমুরিয়ার হাজিডাঙ্গা স্কুল প্রাঙ্গণে ইউুথ ও অন্যান্যদের নিয়ে দিনব্যাপী যুব দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা বিথী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান , আবাসিক মেড়িকেল অফিসার মোহাসিন আক্তার, ব্র্যাক এরিয়া ম্যানেজার দেবদাস সাহা,ম্যানেজার( টিভি ) হাসিব রহমান, জেলা যুব সমন্বযকারী শিখা শিখা রানী, ইউুথ সমন্বযকারী নাজমুল হাসান, শুভ মজুমদার, রাকিব হাসান প্রমখ।
দিবসের অনুষ্ঠানে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় ইউুথ সদস্যরা উপস্থিত ছিলেন।