//এম মুরশীদ আলী, রূপসা//
খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে আজ ভোররাতে সেনা ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৮ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা ও ১টি ডেগার।
গোয়েন্দার গোপন তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইফুল ইসলামের নেতৃত্বে ভোর ০২:১০টা থেকে সকাল ০৬:৩০টা পর্যন্ত কুখ্যাত সন্ত্রাসী হান্নানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত সবার বাড়ি খুলনা জেলার রূপসা থানাধীন দেয়াড়া ও মিল্কি এলাকায়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের রূপসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সন্ত্রাসবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এ তথ্য নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান- অস্ত্র উদ্ধার পূর্বক থানায় এজাহার ও জব্দতালিকা মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

