//এম মুরশীদ আলী, রূপসা//
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন আমদাবাদ গ্রামের মৃতঃ শাজাহান এর ছেলে মো. লালচান এর বসত ঘর চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের।
ক্ষতিগ্রস্থ পরিবার এবং অভিযোগ পত্রে জানা যায়- মো. লালচান গত ৩ মে সন্ধ্যার দিকে বাড়ি থেকে দোকানে চা খাওয়ার জন্য যায়। পরবর্তীতে বাড়ি এসে দেখেন ঘরের কাপড়-চোপড় এলোমেলো সন্দেহে দেখতে পায় ঘর থেকে একটি ডিজিটাল ইলেকট্রিক চুলা, বালিশের নিচে রাখা ৩ হাজার ৫ শত টাকা চোরেরা কৌশলে নিয়ে যায়।
এ বিষয়টি নিয়ে পরিবার চিন্তিত হয়ে পড়ে। তাদের একটি বড়ধরণের গৃহ ইটদ্বারা নির্মাণের কাজ চলছিল। চোররা সুযোগ নিয়ে বড় ক্ষতি করতে চেয়েছিল বলে মনে হয়। উক্ত বিষয়ে আইনি সহয়তা পেতে রূপসা থানায় অভিযোগ দায়ের করে।

