//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোভা যাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বারোয়ানি বাজারে মাছের চাদনিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম গাজী।
সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্যদেন সমাজ সেবক অধ্যাপক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার,উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার ,বিশিষ্ঠ ঠিকাদার ও বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ জামিনুর রহমান, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মাহাবুর রহমান মল্লিক, শেখ রফিকুল ইসলাম ও বাবর আলী শেখ,সহ-সভাপতি আব্দুর রহিম গাজী,মুন্তাজ আলী সরদার,ফারুক মল্লিক,রবিউল মোল্যা,ক্যাশিয়ার আব্দুল গফফার শেখ,দপ্তর ফয়সাল গোলদার,সালাউদ্দিন শেখ,বিল্লাল বিশ্বাস ও উবাইদুল্লাহ সানা প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

