//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় সঙ্গীত গুরু রবীন্দ্রনাথ মল্লিকের মৃত্যুতে এক স্মরণ সভা ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলার সাংষ্কৃতিক সংগঠন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, উদীচী, খেলাঘর, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ধ্রুব পরিষদ, পরশমনি সংগীত একাডেমী, সপ্তসুর সংগীত নিকেতন, তরঙ্গ সংগীত একাডেমী,তপোবন সংগীত বিদ্যালয়, সৎসঙ্গ বাণী নিকেতন সংগীত বিদ্যালয়, বাকার একাডেমি, বান্দা সংগীত একাডেমি, শ্রী মা একাডেমি, শ্রেয়ান সংগীত একাডেমি, আলাপ সংগীত নিকেতন, দোতারা জগত, শ্রুতি সুর-সঙ্গীত বিদ্যালয়, সৃষ্টিশীল নৃত্যকলা একাডেমি, স্বপ্ন সংগীত একাডেমি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, শোভনা সাহিত্য ও সংস্কৃতি সংসদ, ধান কুল সাহিত্যিক গোষ্ঠী, জ্যেতি আলোচনা চক্র, রংধনু – সাহিত্য -সংষ্কৃতি পরিষদ, শিল্পী কল্যাণ পরিষদ, রংপুর গ্রুপ থিয়েটার, ডুমুরিয়া থিয়েটার বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ড.সন্দীপক মল্লিক।
স্মরন সভায় বক্তব্য দেন খুলনা গনশিল্পী সংস্থা”র সভাপতি মিনা মিজানুর রহমান, বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈধ্য, এ্যাড. মোঃ নজরুল ইসলাম সাষ্কৃতিক ব্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিক আহমেদ।

