উপহারের জন্য ৫০০ টাকা জমা দেবার নোটিশ দিয়েছে পাত্রের অধ্যক্ষ বাবা

উপহারের জন্য ৫০০ টাকা জমা দেবার নোটিশ দিয়েছে পাত্রের অধ্যক্ষ বাবা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিয়েতে উপহার হিসেবে বাধ্যতামূলক ৫০০ টাকা চেয়ে কর্মীদেরকে নোটিশ দেওয়া হয়েছে। কলেজের সব কর্মচারীকে আগামীকাল শুক্রবারের মধ্যে এই টাকা জমা দিতে বলা হয়েছে।

গত ২৪ জুন কলেজের প্রধান সহকারী স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, ‘অত্র কলেজের সকল কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১২ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত।’

নোটিশে আরও বলা হয়, ‘এ উপলক্ষে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অত্র কলেজের মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাই শুক্রবারের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মহসীন কবির প্রথম আলোকে বলেন, ‘আজ বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে কলেজের প্রধান সহকারীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেছেন, কলেজের কারও অনুষ্ঠান হলে এভাবেই নিমন্ত্রণ করা হয়।’

অধ্যাপক মো. মহসীন কবির আরও বলেন, ‘আমি কলেজের প্রধান সহকারী ও হিসাবরক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমার সব কলিগকে (সহকর্মী) কার্ড দিয়ে দাওয়াত করার জন্য। এভাবে টাকা চেয়ে নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *