রূপসায় শিবির নেতার মায়ের ইন্তেকাল ; জানাজা সম্পন্ন

রূপসায় শিবির নেতার মায়ের ইন্তেকাল ; জানাজা সম্পন্ন

 

//এম মুরশীদ আলী//

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তরের সাবেক অফিস সম্পাদক রূপসা উপজেলা পূর্ব সাথী শাখার সাবেক সভাপতি মো. সাইফুল্লাহ সিদ্দিকীর মাতা জামায়াতে ইসলামী রূপসা উপজেলা (পূর্ব) শাখার সাবেক আমীর বর্তমান রূপসা উপজেলা নায়েবে আমীর মাস্টার ফজলুল হকের স্ত্রী সকিনা বেগম (৬৩) গত ১৬ সেপ্টেম্বর  রাত আনুমানিক ০৯.৩০ মিনিটে  ইন্তেকাল করেছেনইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমা রূপসা উপজেলা মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে আসেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমরান হুসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 মরহুমার নামাজের জানাজা গত  ১৭ সেপ্টেম্বর বাদ যোহর তার নিজ গ্রাম নৈহাটি মাষ্টার পাড়া বায়তুল আমান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার স্বামী মাষ্টার ফজলুল হক। এর  পূ্র্বে আলোচনায় বক্তব্য রাখেনবাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আউভি, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, খুলনা তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল এএফএম নাজমুস সউদ, বাগেরহাট আলিয়া মাদ্রাসার প্রিন্সপ্যাল মাওলানা আবুল কালাম শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, সাবেক সভাপতি মুসারেফ আনসারী, খুলনা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু ইউসুফ ফকির, সদস্য আবু জাফর, উপজেলার  নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, শিবিরের রূপসা থানা পূর্ব শাখার সভাপতি মো: আলআমিন, পশ্চিম শাখার সভাপতি মুরসালিন আকন, পূর্ব শাখার সেক্রেটারি আল মাুহদ প্রমূখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *