//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
কাবিং করি জীবন গড়ি বাংলাদেশ স্কাউটস ডুমুরিয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি বুধবার সকালে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি’র উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
শিক্ষক শফিকুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোঃ মনির হোসেন, প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম লাবু, নাজমুল বারী প্রমুখ। উপজেলা স্বাউটস কমিটির নির্বাচিত হলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন সভাপতি, মোঃ শরিফুল ইসলাম সাধারন সম্পাদক , সহ সম্পাদক স.ম নাজমুল বারী, সহ-সভাপতিরা হলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠানে আবু তাহের, মাধ্যমিক স্কুল থেকে বিমান কুমার রায় , ক্যাশিয়ার শফিকুল আলম, আব্দুস ছালামসহ ২৯ সদস্য বিশষ্টি কমিটি গঠন করা হয়।
এসময় উপজেলা প্রাথমিক বিদ্যালয় স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
