কবিরের বহিস্কারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

কবিরের বহিস্কারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

খুলনার রূপসা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, জাতীয়তাবাদী দলের আদর্শ নষ্ট করে এলাকাবাসীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে তুলছেন। তার বিরুদ্ধে একাধিক বার মাদক সেবন, চাঁদাবাজী, দখলবাজী ইত্যাদি কারণে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ঘাটভোগ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। গত ২০ জুন জুমাবাদ আলাইপুর বাজার এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেলে আনন্দনগর গ্ৰামের নেতৃবৃন্দও বহিস্কারের দাবী জানিয়ে বিক্ষোভ করেছেন।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুরাদ লস্কর, সাবেক ছাত্রদল নেতা ডালিম লস্কর, খালিদ লস্কার, যুবদল নেতা শিবলু লস্কর, আনোয়ার লস্কর, সাইদুল লস্কার, ছাব্বির শেখ, জুলহাস মোল্লা, বাবুল লস্কার, সাইদুল শেখ, নাঈম মোল্লা, ওয়াহিদ লস্কর, শফিক লস্কর, জামাল, ফজলু, আশরাফ লস্কর, সবুজ শেখ, তুষার, আজহার মোল্লা, শামীম, হেমায়েত, গোলাম রব্বানী, রাশেদুল, রাজা শেখ, ফেরদৌস সরদার, খায়ের লস্কার, শফিউল্লাহ লস্কর, সত্তার লস্কার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *