Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-views-counter domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/dainikbiswa/public_html/wp-includes/functions.php on line 6114
আফ্রিকা - দৈনিক বিশ্ব

ইথিওপিয়ার টিগরে ১৯০০ মানুষকে হত্যা

 

ইথিওপিয়ার টিগরেতে ১৯০০ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও বিদ্রোহীরা বলে জানা গেছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ঘেন্টের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে এক সংবাদে জানায় দ্য গার্ডিয়ান

সেখানে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের মানুষটি ৯০ বছরের এবং সবচেয়ে কম বয়সেরটি হচ্ছে শিশু। গত বছরের নভেম্বরে শান্তিতে নোবেল পাওয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ  টিগরের বিদ্রোহীদের দমনে সেনা অভিযানের নির্দেশ দেন। এবং সেই অভিযানে বিদ্রোহী টিগরে পিপলস লিবারেশ ফ্রন্ট পরাজিত হয়। এরপর থেকেই  ইথিওপিয়ার বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা ও সহিংসতা চালাতে শুরু করে।

।। অনলাইন ডেস্ক ।।

জঙ্গিদের হাতে মোজাম্বিকে হোটেলে ১৮০ জন জিম্মি

অনলাইন ডেস্ক।।

মোজাম্বিকের উত্তরাঞ্চলে একটি হোটেলে বিদেশি কর্মীসহ অন্তত ১৮০ জন আটকা পড়েছে। জঙ্গিরা হামলা চালানোর পর তিন দিন ধরে তাদের সেখানে জিম্মি করে রেখেছে।

শুক্রবার নিরাপত্তা সূত্র ও কর্মীরা এ তথ্য জানান। প্রত্যক্ষদর্শী সূত্র ও একটি মানবাধিকার গ্রুপ জানায়, কাগো দালগাদো প্রদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কাছে পালমায় হামলার পর বেশ কয়েকজন নিহত হয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, জঙ্গিরা বুধবার বিকেলে উপকূলীয় এ শহরে হামলা শুরু করে। এতে আতঙ্কিত বাসিন্দারা আশপাশের বনাঞ্চলে পালিয়ে যায় এবং এলএনজি ও সরকারি কর্মীরা আমেরুলা পালমা হোটেলে আশ্রয় নেন।

এলএনজি সাইটে থাকা এক কর্মী শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে বলেন, ‘জঙ্গিদের হামলায় প্রায় পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।’

দক্ষিণ আফ্রিকা-জাতিসংঘ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর।। নতুন এ্যাসাইলমের আবেদনে আর বাঁধা নেই

অনলাইন ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী শরনার্থীদের এখন থেকে এ্যাসাইলম সিকার নতুন আবেদন করতে আর কোন বাঁধা নেই।দীর্ঘ দিন থেকে নতুন আবেদনের জন্য অপেক্ষা করা শরনার্থী এবং দক্ষিণ আফ্রিকায় নতুন করে প্রবেশ করা সকল শরনার্থীদের জন্য এ্যাসাইলমের নতুন আবেদন গ্রহন করার ঘোষণা দিয়েছে সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ডাঃএ্যারন মোটসোলাড়ি।
আজ সোমবার কেপটাউনে ইউনাইটেড ন্যাশান হাইকমিশনার ফর রিফুজি ও দক্ষিণ আফ্রিকা সরকারের হোম এফেয়ার্স মন্রনালয়ের মধ্যে এই বিষয়ে এক যৌথ এবং ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রী সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন,দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিতে এসে যারা নতুন আবেদনের জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করছেন বা আবেদন করার পর এখনো আপিল আবেদনর সুযোগ পায়নি তারা এখন থেকে নতুন আবেদন করতে পারবেন।জাতিসংঘের সাথে চুক্তির ফলে দক্ষিণ আফ্রিকায় নতুন ভাবে আশ্রয় নিতে আসা শরনার্থীদের নতুন আবেদনের জন্য আর অপেক্ষা করতে হবেনা।মন্রী বলেছেন,দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী শরনার্থীদের প্রতি দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থা গুলো গুরুত্বের সাথে শরনার্থীদের দায়িত্ব পালন করবে।
মন্ত্রী আরো বলেছেন,দেশে প্রবেশ করা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার সংবিধান এবং অধিকার বিলের দ্বারা সুরক্ষিত আছে এবং থাকবে।
উল্লেখ্য,গত কয়েকবছর ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী ১ লাখ ৮৫ হাজার শরনার্থী নতুন এ্যাসাইলমের আবেদনের অপেক্ষায় রয়েছেন।
© বাংলাদেশি ভয়েস অব সাউথ আফ্রিকা
facebook: সাউথ আফ্রিকা প্রবাসীদের জন্য খবর

দক্ষিণ আফ্রিকার ধরনসহ বাংলাদেশে করোনার ১২ রূপ শনাক্ত

অনলাইন ডেস্ক : 

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আরও একটি দুঃসংবাদ এল। প্রথমবারের মত বাংলাদেশে শনাক্ত হল করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন। শুধু তাই নয়, এটিসহ করোনার মোট ১২টি অ্যাকটিভ ধরন শনাক্ত হয়েছে এ দেশে।

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের উন্মুক্ত তথ্যভান্ডার, গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে।

জার্মান প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার ধরনটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গেল ২৪ জানুয়ারি। করোনাভাইরাসের এই স্ট্রেইনটি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

 

দক্ষিণ আফ্রিকার ধরনটির প্রভাবে মারাত্মক অসুস্থতা দেখা দেওয়ার প্রমাণ না থাকলেও এই ভাইরাস খুব দ্রুত ছড়ায়।

এছাড়া প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র করোনার টিকা দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন প্রতিরোধে কম কার্যকরি।