বাগেরহাটে ছাত্রদল নেতা সাওনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবের ওপর হামলা

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কে.এম. সাকিবের ওপর  সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে এ হামলার ঘটনা ঘটে।

ওই রাতেই আহত ছাত্র নেতাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

আহত কে. এম. সাকিব মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামের বিল্লাল খলিলাফার বড় ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র নেতা কে.এম. সাকিব  বলেন, গতকাল রাতে ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে ঘষিয়াখালী থেকে মল্লিকের বের এলাকায় যাওয়ার জন্য কিছু লোক যায়। ঘাটের ট্রলার মালিকরা বলেন, জাহিদ ট্রলার চালাতে নিষেধ করছে।

তখন বিষয়টি জানতে গেলে, জাহিদের লোকজন ছাত্রদল নেতা সাওন নেতৃত্বে, রনি, সবুজ, তুহিন, মারজান ও মো. রাফি আমার উপর হামলা করে। তাদের মারধরে আমার মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছে হামলাকারীরা। হামলাকারীদের বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকায়।

সাকিব আরও বলেন, ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটটি দখল করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছিল আওয়ামী সরকারের প্রভাবশালীদের ছত্র ছায়ায় স্থানীয় জাহিদুল ইসলাম ও তার লোকজন। সরকার পতনের পর বিএনপি নেতাদের ছত্রছায়ায় আবারও ঘাটে চাঁদাবাজী শুরু হয়েছে। এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এর আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল চাঁদাবাজরা।

ঘাটের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম বলেন, মল্লিকের বাজারে জাহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা রয়েছেন, সাকিব তাকে গালিগালাজ করেছেন। এর কারণেই ছাত্রদলের ছেলেরা সাকিবকে দু-একটা চরথাপ্পড় দিয়েছে। যেহেতু যুবদল নেতা এখন ক্ষমতায়, তাই তার নাম না বলে আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক কে.এম. সাকিব হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অনেকটাই সংকটমুক্ত। আমরা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, মারধরের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে অভিযুক্ত বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলায় হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে এ ঘটনায় আহত সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দেয়নি।

বিএনপি নেতা হেলালের পক্ষ থেকে রূপসায় সাংবাদিকদের শীতের উপহার প্রদান

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলালের পক্ষ থেকে রূপসার সাংবাদিকদের মাঝে শীতের উপহার বিতরণ করেন শনিবার বেলা ১১ টায় রূপসা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।

ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  ক্রীড়া ব্যক্তিত্ব মোল্লা খায়রুল ইসলাম।

এ সময় প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,জেলা বি এন পির সাবেক সদস্য সেখ আলী আজগার,  উপজেলা বিএনপির সদস্য সচিব  মো: জাবেদ হোসেন মল্লিক, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,  এ্যাড, তফসিরুজ্জামান, বাদশা জুমাদ্দার,ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন খান, মো: মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব আজিজুল ইসলাম, দিদারুল ইসলাম,  শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির  সদস‍্য সচীব শাহাবুদ্দিন ইজারাদার ,সাজ্জাদ সরদার,  জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রিয়াজ মোল্লা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, সারাদ হেসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শহানাজ, রুকসানা,

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বনি আমিন সোহাগ,  মাসুদ খান, লিটন মোল্লা, আবু তাহের হীরা, আলিম হোসেন খান, নয়ন মোড়ল, রয়েল আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন সিকদার, সদস্য সচীব আসাদুজ্জামান  রহমান বিপ্লব, উপজেলা ছাত্রদলের আবু সাঈদ, ইমতিয়াজ হোসেন, তরিকুল ইসলাম  রিপন,  ওসমান গণি, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের  আহবায়ক মাসুদ শিকারী, সদস‍্য সচীব নাইম ইসলাম,আজাদ শেখ, গোলাম রসুল,  ফরিয়াদ হোসেন, ইমরান শেখ এনায়েত, হাসানাত  দেলোয়ার প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ পেপার বিক্রেতাদের মাঝেও শীতের উপর প্রদান করেন।

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে আট বাড়িতে অগ্নিসংযোগ ও নারীসহ আহত ২৫ জন

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটে সদরের চিরুলিয়া বিষ্ণুপর বিএনপি’র ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে একই দলের রুহুল মেম্বর গ্রুপের ৮ বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষ মাসুম মোল্লা ও মোস্তাফিজ মোল্লাগ্রুপ। উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার(০৮ জানুয়ারি)সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে এই হামলা,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার দিন বিকেলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,গত ৫আগস্টের পর থেকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যায়। এ নিয়ে উভয় পক্ষের লোক জনের মাঝে একাধিক বার সংঘর্ষের ঘটনাও ঘটে। ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে গত 6 জানুয়ারী সোমবার রাতে কুলিয়াইড় ভিআইপি মেড়ে উভয় পক্ষের মধ্যে মারপিট ও মোটরসাইকেল ভাংচুরের মাধ্যমে এই হামলার অভিষেক হয়। এত মোস্তাফিজ গ্রুপের পাচজনআহত হয়।

ওই ঘটনার জেরে বুধবার দুপুরে ও বিকেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার এক পর্যায়ে সন্ধ্যার পর মোস্তাফি ও মাসুমের নেতৃত্বে শ্যকরা মুলঘর ও বারুই পাড়ার শতাধিক লোকজন রুহুল মেম্বর ও তার ৭ ভাইয়ের বাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করে।এ সময় ৫ টি বসতঘর, 4টি রান্না ঘর,২টি গোয়াল ঘর,২টি জ্বালানী কাঠের ঘর এবং ঘরে থাকা ফ্রিজ,,আলমিরাসহ মূল্যবান জিনিস পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। লুটে নেয় নগদ টাকা, স্বর্নালংকারসহ মূল্যবান মালামাল।

আগুন নেভাতে যেয়ে, শেখ ছায়েল উদ্দিন(৬০) মোহাম্মদ শেখ(৫৫) কামরুল শেখ(৫৩), নজরুল শেখ(৫০) মনি শেখ(৪৮) ইসমাইল শেখ(৪৫) ইসমাল এর স্ত্রী(২৪)হেণা আক্তার (৩৩) মনিরা বেগম(৪৫) রুহুল আমিন(৬২)সহ আরো অনেকে পতিপক্ষের ইটের আঘাতে জখম হয়। এর মধ্যে ছায়েল উদ্দিন এর অবস্থা আশঙ্কা জনক তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতি পক্ষের প্রতিবাদের মুখে মোস্তিাফিজ গ্রপের মোহ্ম্দ মোল্লা(৪৫), তুহিন(৩৫) কেরামত(৫৪) ও মামুন(৩৮) রুহুল মেম্বার গ্রুপেরলোকজনের হামলায় জখম হয়। এর মধ্যে মামুনের শঙ্কা জনক।

স্থা্নীয় ও প্রত্যক্ষদর্শিরা বলছে, হামলার স্থান থেকে একটু অদুরেই চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজের সামনের ব্রিজের উপর পুলিশ ও সেনা বাহিনীর উপস্থিতিস থাকলে ও ওই মূহূর্তে প্রশাসনের কোন দল হামলা কারিদের নিভৃত করতে যায় নাই।

রুহুলের পরিবারের সদস্যরা জানান,কয়েক দিন ধরে মোস্তাফিজের লোকজন আমাদেরকে মারধরের চেষ্টা করছিল। এর জন্য আমাদের পুরুষরা গা ঢাকা দিয়েছিল। পুরুষরা বাড়ী না থাকায় তারা বাড়ীর মধ্যে এসে আমাদের সবশেষ করে দিয়ে গেল। রুহুল মেম্বর স্ত্রী রজিনা বেগম বলেন, আমার স্বামী রুহুল আমিন ইউনিয়ন বিএনপির সভাপতি হতে চায়।এটাই আমাদের দোষ,আর এ কারণেই প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করেছে। তিনি অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ইমরান,কামরান, মাহবুব, মাসুমসহ বহিরাগত ২শ থেকে আড়াইশো লোকজন তাদের বাড়ি ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

রুহুল মেম্বরের ছোট বোন ফরিদা ইয়াসমিন বলেন, আমার ভাই তালিম ভাইয়ের গ্রুপ করিছিলো। প্রতিপক্ষরা বাড়িতে হামলা করে নারী, শিশু ও বৃদ্ধদেরও রক্তাক্ত জখম করেছে। আমরা বলেছি, ঘরে শিশুরা আছে, তাও কোন ছাড় দেয়নি, আগুন দিয়ে দিছে।পুলিশ-আর্মি দাড়ায়ে রইছে, আমাদের বাড়ি পোড়ায়ে দেল, কোন সাহায্যই করেণি।

এ বিষয়ে কথা বলার জন্য সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানকে ফোন করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। আগের দিনের ঘটনা নিয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেছিলেন,রুহুল মেম্বরের ভাই আওয়ামী লীগের ক্যাডার শেখ রেজাউল করিম রেজার নেতৃত্বে সোমবার রাতে ১৫-২০ জন সন্ত্রাসী ঢাল শড়কি ও ধারালো দা লাঠি নিয়ে হামলা চালিয় আমাদের ৫ নেতা কর্মীকে আহত করে। এসময় তারা আমাদের ৫টি মটর সাইকেল ও একটি অটো গাড়িসহ একটি দোকান ভাংচুর ও লুটপাট করে।

মোস্তাফিজুর রহমান গ্রুপের নেতা বিষ্ণুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম মোল্লা বলেন, সোমবার রাতে ভাংচুর করা মোটরসাইকেল নিয়ে আজ দুপুরে থানায় যাচ্ছিল, আমার ভাই মামুন মোল্লা। তখন রুহুল মেম্বরের লোকজন তার উপর হামলা করে। আমরা তার চিকিৎসার জন্য হাসপাতালে ছিলাম। এরই মধ্যে বিকেলে আমার আরেক ভাই মাহমুদ মোল্লাকে কুপিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। সন্ধ্যার দিকে তারা ঢাল শরকি নিয়ে আবারও বের হয়, তখন পুলিশও ছিল। এসময় আমাদের লোকজন তাদেরকে ধাওয়া করে, পরে তারা নিজেরা বাড়িতে আগুন দেয়।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। গেল পরশুও মারামারি হয়েছে। এর জেরেই আজ দুইপক্ষে আবার মারামারি করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত্য কোন পক্ষ কো আভিযোগ দায়ের করে নাই।

Daily World News

বাগেরহাটে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক জনাব আব্দুল কাদের এবং বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাইদুর রহমান।

ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও তাকিয়া তাহসিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সদস্য ইয়াছির আরাফাত, জুম্মান শেখ, মিলন শেখ, রেদোয়ান ইসলাম, রাতুল ইসলাম, শৈশব সাহা, সাজিদ হোসেন, নিয়ামুল ইসলাম, শারমিন সুমনা প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রায় শতাধিক অসহায় মানুষ শীত নিবারণের জন্য কম্বল পেয়েছেন। অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুপ্রাণিত করেন এবং ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন এবং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন।

রামপালে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বিশেষ প্রতিনিধি: জেনিভা প্রিয়ানা||

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বুধবার (১জানুয়ারি) বেলা ১১ টায় রামপাল সরকারি কলেজ গেট থেকে রামপাল উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান গাজনবী, সদস্য মোফাজ্জল হুসাইন বাদল, ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত শেখ প্রমুখ।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ ছাত্রদলের বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন।একই দিনের সকাল সাড়ে ১০ টায় ছাত্রদলের অপর একটি অংশ উপজেলার ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করেন। এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা  ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, যুগ্নআহবায়কহাফিজুর রহমান হাফিজ, ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান, সাবেক সদস্য, সাগর শেখ, শহিদুল শেখ, আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ প্রমুখ।

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা ফারুক আহমেদকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এর সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক আহম্মেদ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তৃণমূল বিএনপির কমিটি গঠনের জন্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে আওয়ামীলীগের দোসররা বিএনপির মধ্যে ঐক্যের ফাটল ধরাতে এবং আওয়ামীলীগের লোকদের নিয়ে কমিটি করতে চাপ দিচ্ছে।

এই সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় জনৈক তহিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে দিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমার নাম ও হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আমি মারামারি ঠেকিয়ে উভয়পক্ষের মধ্যে মিমাংশার চেষ্টা করি।

ওই সময় হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল গোলদার ছিলেন না। প্রকৃতভাবে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোন প্রকার ষড়যন্ত্র পা না দেয়ার জন্যে আহবান জানান। সংবাদ সম্মানে হুড়কা ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদার উপস্থিত ছিলেন

জেলা বিএনপি  সদস্য সচিব বাবু’র সুস্থতা কামনা করে ডুমুরিয়ায় বিএনপি ও শ্রমীকদলের দোয়া অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

নবগঠিত খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার আশু রোগ মুক্তি কামনা করে ডুমুরিয়া উপজেলা বিএনপি এক দোয়া মাহফিলের করে ।

৩০ ডিসেম্বর  সোমবার যোহরবাদ ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক  শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন,যু্গ্ম আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি, যুগ্ম আহবায়ক শেখ মশিউর রহমান লিটন,যুগ্ম আহবায়ক  আমিনুর রহমান মোড়ল, সরদার দৌলত হোসেন, মোঃ নজরুল ইসলাম, আজমল হুদা মিঠু,হাফিজুর সেলিম,   ইব্রাহিম খান টুটুল, মোঃ শাহাদাৎ হোসেন, হাবিবুর রহমান ফকির,হাফিজুর রহমান বিশ্বাস,  হবি খান, রকিব খান, সাইদুজ্জামান পল্টু, মোঃ বেলাল হোসেন, সাগর কাজী, শেখ সাদিক মোঃ মিলন,  মোঃ রাশেদুল  প্রমুখ । অপরদিকে উপজেলা  শ্রমীক দলের আয়োজনে আছরবাদ  বাজারের পুরাতন ট্রলার ঘাট এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া  উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, যুগ্ম সম্পাদক আবু বক্কার মোল্যা,আসলাম শেখ, ইমরান শেখ, সারিফ মোল্যা,জিহাদ পাড়,ইব্রাহিম ফকির  প্রমুখ ।

বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম নিরপক্ষে রাষ্ট্র গঠন করা হবে, ডক্টর ফরিদুল ইসলাম

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

রামপাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার রাষ্ট্র মেরামত কার্যক্রম বাস্তবায়নের জনসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কি করে এগিয়ে নিতে হবে তার একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সংস্কার নিয়ে দুই বছর পূর্বে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দূর্নীতি ঠেকাতে পারলে শিক্ষা ও স্বাস্থ্য খাত এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবান করা হবে।

শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতি, পরিবেশসহ সকল দফা সংযোজন করা আছে ৩১ দফায়। বিএনপি আপনাদের দল। নেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেলেন, কিন্তু পালিয়ে যাননি। কারাবরণ করার পরেও কারো সাথে আপোষ করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বৃহত্তর খুলনা সমিতির নির্বাচন , সভাপতি সালাম ও সাধারণ সম্পাদক রবি

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বৃহত্তর খুলনা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনার খান রবিউল ইসলাম রবি। গেল ২৫ ডিসেম্বর রাজধানীর হোটেল একাত্তরে এক মত বিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, শেখ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন, শেখ আব্দুল হান্নান, ইকবাল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সরদার জাহিদ, দপ্তর সম্পাদক খান আখতারুজ্জামান, প্রচার সম্পাদক স.ম. মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খন্দকার রেবেকা সান ইয়াত।

এছাড়া খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার ২১ জন সদস্য কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপি নেতা হেলাল

//আ. রাজ্জাক শেখ, খুলনা//
কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,
শিক্ষার কোন বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতি গঠন করতে হবে।
দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান এবং মানসম্মত শিক্ষা একান্ত দরকার।

দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পাসের হার প্রতি বছর বাড়লেও শিক্ষার্থীর মেধা সঠিকভাবে বিকশিত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশের ও সমাজের অনেকেরই।

দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে তাদের হামলা মামলা দিয়ে ঘরছাড়া করেনি ঐ স্বৈরাচারী সরকার।
তারপরও আমরা সবকিছু ভুলে কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি দেশের উন্নয়ন নিয়ে ভাবে আর ফ্যাসিবাদী সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করেছে। উন্নয়নের সকল কাজ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে হবে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করছে বিএনপি। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ উন্নয়নে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রূপসার আলাইপুর কলেজের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ শিকদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু,
আব্দুর রশিদ শেখ, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল।

আলাইপুর কলেজের সভাপতি শামীম মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচীব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু,
শিক্ষক আল মামুন সরকার, নুরনাহার, সুধাংশু গাইন, দিবা কর্মকার, দীপঙ্কর হালদার, সুজন বিশ্বাস, বিশ্বজিৎ শীল, তরিকুল ইসলাম, মনি শংকর নাগ, বিএনপি নেতা আনিসুর রহমান,ইউনুস আলী সিকদার, বিকাশ মিত্র, হুমায়ুন কবীর শেখ, এসএম এ মালেক, আব্দুস সালাম মল্লিক, গোলাম মোস্তফা তুহিন, আনোয়ার হোসেন খান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি,সাইফুল পাইক, প‍্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, মিন্টু শেখ, আব্দুল্লাহ সিকদার, মুন্না সরদার, সৈয়দ কামরুজ্জামান নান্টু, আবু সাঈদ, হালিম হাসান, মাসুদ খান, জহিরুল হক সারাদ, ইফতেখার আহমেদ, শাহিনুর রহমান, নাসির শেখ, মোরশেদ আলম, হাকিম গাজী, রউপ শিকদার, মনির লস্কর, শিবলু লস্কর,
ছাত্রদল নেতা মিজানুর রহমান, ইসরাইল বাবু প্রমৃখ।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন, শিক্ষক আবুল বাশার ও খান কবীর হোসেন।