//বিশেষ প্রতিনিধি:জেনিভা প্রিয়ানা//
রামপাল উপজেলাধীন মল্লিকেরবেড় ইউনিয়নে মিথ্যা চুরির অপবাদ দিয়ে। শিশু নির্যাতন মামলার আসামি গ্রামপুলিশ নাসিম খান কালুর অপকর্ম যেনো থেমেই নেই। গ্রামে একের পর এক অপকর্ম করেই যাচ্ছেন তিনি।
রবিবার দুপুর ২.৫০ মিনিট এর সময় পারিবারিক কোলহলে তাহার আপন বড় ভাই মোঃ দেলোয়ার খানের ছেলে ঝিলাম খানকে বাঁশ ও দাও দিয়ে মাথায় আঘাত করেন। নাসিম খান কালুর আঘাতে ঝিলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাথার আঘাত গুরুতর হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাও এর আঘাতে তাহার মাথা কেঁটে যায় ক্ষত স্থানে ছয়টি সেলাই লাগে। বর্তমানে তিনি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী ঝিলামের সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন যে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এইকথা বলে আমাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন এবং পরে দাও দিয়ে মাথার পিছনে কোপ দেন। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
নাসিম খান কালুর মুঠোফোনে কয় একবার ফোন দেওয়া হলেও তাকে পাইয়া যায় নাই।