রূপসায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

রূপসায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

//এম মুরশীদ আলী, রূপসা//

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে রূপসায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১০ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, উইনরক ইন্টারন্যাশনাল (রিজিওনাল কো অর্ডিনেটর) ইকবাল হাসান, রূপসা থানার এস আই জুয়েল।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- খুলনা জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামান, রূপসা ব্র্যাক ম্যানেজার অশিম কুমার দাস, তথ্য আপা দীলশান আরা, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সাবেক জয়ীতা রুমানা আক্তার রুপা, ছাত্র প্রতিনিধি মো. তরিকুল ইসলাম প্রমুখ।

সভা শেষে ৪ জন জয়িতা সম্মাননা ক্রেস্ট পেলেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামের- তপতী বিশ্বাস। সফল জননী নারী টিএসবি ইউনিয়ন তালতলা গ্রামের- জাহানারা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হলেন শ্রীফলতলা ইউনিয়ন জোয়ার গ্রামের- ফাতেমা খাতুন রুমা। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী- নৈহাটি ইউনিয়ন ইলাইপুর গ্রামের গোলাপী খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *