ইসলামিক রিলিফ বাংলাদেশ রূপসায় এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে

ইসলামিক রিলিফ বাংলাদেশ রূপসায় এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে

//এম মুরশীদ আলী, রূপসা//

ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৪৪ জন অসচ্ছল এতিম শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান সভা গত ১১ ডিসেম্বর বিকেল ৩ টায় উপজেলা রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনা জেলা সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।

শিক্ষার্থী রিয়া আক্তার ও শেখ মনিরুজ্জামান মনির পরিচালনায় উপস্থিত ছিলেন- শাহজাহান সিরাজ, মো. আতাউর রহমান, সুবর্না খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *