//এম মুরশীদ আলী, রূপসা//
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে দেশে প্রথমবারের মতো টিকাদান ক্যাম্পেইন হিসেবে রূপসায় উদ্বোধনী কার্যক্রম ১২ অক্টোবর সকাল ১০ টায় কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্কুলে স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার- উল- কুদ্দুস।

টিকা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাজেদুল হক কাওছার জানান, সমগ্ৰ রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু প্রাক-প্রাথমিকে- ১১,১৪৩ জন। মাধ্যমিক নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ৮৬৭৯ জন এবং মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ২৭২৩ জন শিক্ষার্থী টিকার আওতায় থাকবে। তার মধ্যে প্রথম দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।
বিনামূল্যে ১টি ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমুনিটিতে ৮ দিন টিকা প্রদান করা হবে। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি স্থায়ী কেন্দ্র যা ১৮ দিন টিকাদান কার্যক্রম চলবে। টাইফয়েড ঠিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদ্বারা প্রদান করা হচ্ছে। অভিভাবকগণ নিচিন্তায় সকাল বাচ্চাকে টিকা দিতে উদ্বুদ্ধ করুন।

