//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। ফল মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন পরিচালনায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা, ইউআরসি মনির হোসেন, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন উপসহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সাংবাদিক গন ও উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফল মেলায় হরেক ধরনের দেশিয় ফল প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধনের পূর্বে একটি বনাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।